সত্যিকার আলেমগণের আশ্চর্য কিছু বাস্তব গুণ

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ আগস্ট, ২০১৪, ১০:৪৫:১৩ রাত

আলেমদের আশ্চর্য

কিছু বাস্তব গুন:---

১/ আলেমরা কখনওই নেশা করে না।

২/ কোন সত্যকার আলেম যৌতুক নিয়ে বিয়ে করে না।

৩/ আলেমদের কখনও ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয় না।

৪/ আলেমদের দাম্পত্য জীবন সবচেয়ে সুখের হয়।

৫/ প্রথম প্রথম অতি আধুনিক কোন কোন মেয়ে আলেম দেখে নাক সিঁটকালেও আলেমদের সাথে বিয়ে হলে বিয়ের পরে তারা নিজেদের সৌভাগ্যবতী ভাবে!

৬/ বাংলাদেশের লাল দালানগুলোতে কোন সামাজিক অপরাধের

কারনে আলেমদের ঢুকতে হয় না।

৭/ কোন আলেম কখনও আত্মহত্যা করেনি।

৮/ কোন আলেম অনাহারে দিন কাঁটায় না।

৯/ কোন আলেম নারী নির্যাতনের মামলায় জড়িত নয়।

১০/ আধুনিকরা যতই তাদেরকে ঘৃনা করুক না কেন..? জন্ম,

মৃত্যু, বিয়ের সময় তাদেরই শরনাপন্ন হতে হয়..!!

এজন্যই আলেমরা দুনিয়া ও আখেরাতে সবচেয়ে সম্মানিত লোক..

আল্লাহর রাসুল (সঃ) বলেছেন;

খিয়ারুকুম খিয়ারুল উ'লামা... আরো বলেছেন ; আলেমগনই নবীদের ওয়ারীস, কারণ নবীগন তো ধনসম্পদের ওয়ারীস বানান না, নিশ্চয়ই তারা ইলম এর ওয়ারীস রেখে যান।

collected

বিষয়: বিবিধ

১৪৩৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257538
২৩ আগস্ট ২০১৪ রাত ১১:১১
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ..

তবে একথাও স্মর্তব্য-

আলিম তিনিই- যিনি দ্বীনের জ্ঞান রাখেন ও তদনুযায়ী আমল/জীবনযাপন করেন!

যিনি অনেক জানলেও তদনুযায়ী জীবনযাপন করেন না তিনি আলিমের জন্য নির্ধারিত মর্যাদা ও পুরস্কার পাবেন না- বরং লাঞ্ছনা ও শাস্তিই প্রাপ্য হবে!
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
201527
আবু জান্নাত লিখেছেন : সহমত, একটু ব্যাখ্যা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
257549
২৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, সুন্দর একটি অনুসন্ধানের জন্য।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
201528
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
257561
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৯
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : কয়টা আলেমের খোজ নিয়ে এই পোস্টটি লিখেছেন?
আমি পেশাগতকারণে এমন অনেক ঘটনা জানি যা তুলে ধরলে আলেমদের ইজ্জত আর থাকে না। এবার আপনি হয়তো বলবেন সত্যিকারের আলেমদের কথা। কবি কাজি নজরুল ইসলাম তার একটি ইসলামী গানে বলেছে আল্লাহ্তে যার পূর্ণ ঈমান কোথাসে মুসলমান? আপনি প্রকৃত আলম কি চোখে দেখেছেন? তেঁতুল হুজুর এর কয়টা স্ত্রী এটা জানেন?
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০২
201532
আবু জান্নাত লিখেছেন : আপনাকে ধন্যবাদ জানাতে হয়, কারণ "প্রকৃত আলেম" কথাটি স্মরণ রেখেছেন।
আরে ধন্যবাদ জানাতে হয় এজন্য যে "প্রকৃত আলেম" বলাতে আপনার মনস্পটে ভেসে উঠেছে "তেঁতুল হুজুর" সত্যিই তিনি প্রকৃত আলেম। বিস্তারীত জানতে উনার জীবনী জানা প্রয়োজন, শুধুমাত্র তেঁতুল শব্দ দিয়ে আপনি উনাকে ছোট করতে পারেন না, নিচে দেওয়া মন্তব্যকারীদের আপনি কি বলবেন?
¤> "বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে দেখলে আমার চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে। "
---- অধ্যাপক হুমায়ূন আজাদ।

¤> "নারীদের স্তনে কামড়ের দাগ দেখতে চুনির মত সুন্দর লাগে"
--- অধ্যাপক হুমায়ূন আজাদ

¤> " নারীদের প্রস্রাবের গন্ধ আম্বরের মত সুন্দর "
--- অধ্যাপক হুমায়ুন আজাদ '

¤> "একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়াও কিছুই নয়। এই শরীরে আছেটা কি ?"
---- সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

¤> "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম !"
----কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

¤> "কম বয়সী মেয়ে হল রসগোল্লার মত, যেখানে রাখবে সেখানে পিঁপড়ে ধরবে! "
---- শংকর কুমার দাস

বাংলাদেশের মাওলানা শাহ আহমাদ শফী ছাহেব যখন বললেন যে, নারীরা হল তেঁতুলের মত, বেপর্দা নারীকে দেখলে স্বাভাবিকভাবেই পুরুষদের ভেতর আকর্ষন সৃষ্টি হবে, তখনই শুরু হল সুশীলদের চুলকানী। তার কারন, বাংলাদেশের অধিকাংশ সুশীলরা হল পিতৃপরিচয়বিহীন অবৈধ সন্তান, তাইতো আলেমদের কথা আসলে এদের গায়ে জ্বালা করে। আল্লামা সফী সাহেব একটাই বিবাহ করেছেন, খবর নিয়ে দেথতে পারেন।
257563
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:৩৬
বাজলবী লিখেছেন : ইসলামী জীবন ব্যবস্হা সম্পর্কে জ্ঞান রাখে ও অামল করে তিনিই অালেম।সুন্দর পোষ্ট। জাযাকাল্লাহ খাইর।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৪
201535
আবু জান্নাত লিখেছেন : সুন্দর কথাই বলেছেন, জ্ঞান রাখা ও আমল করা দুটোই যার আছে সেই প্রকৃত আলেম। জাযাকাল্লাহ খাইর।
257606
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:০০
কাহাফ লিখেছেন : কতা বটে সত্য.........
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৫
201536
আবু জান্নাত লিখেছেন : সত্যের সাথে থাকার জন্য ধন্যবাদ।
257625
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৫
বুড়া মিয়া লিখেছেন : এইগুলা কইয়াই তো হুজুরগো গালি খাওয়ান! আপনেগো দোষেই মাইনসে আপনেগো গাইলায়!

১) কয়জন হুজুর পান খাইয়া নেশা করে তার খবর রাহেন?
২) ইসলামের ইতিহাসে কতো আলেম কারাগারেই মরছে জানেন?

একটা হাদীস আছেনা অনেকটা এমন – কিছু আলেম থাকবে যারা নিজেরা জ্বইলা-পুইড়া অপরকে আলোকিত করবে?

সবার আগে নিজেদের মানবীয় দোষ স্বীকার করে, তারপর বয়ান করেন – অন্তত মানুষ গাইলানো বন্ধ করবে!
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:২১
201548
আবু জান্নাত লিখেছেন : মানুষ বলতেই দোষগুণ যার আছে তাকেই বুঝায়। শুধু গুণতো ফেরেস্তাদের থাকে, শুধু দোষ সে-তো শায়তানই। তাইতো বলে দোষেগুণে মানুষ। আলেম হয়েছে বিধায় সেতো ফেরেস্তা হয়ে যায় নি।
ইসলামের ইতিহাসে অগনিত আলেমই কারাগারে, ফাঁসির কাষ্টে যুদ্ধের প্রান্তরে অথবা বিষপান করিয়ে হত্যা করা হয়েছে, সঠিক সংখ্যা জানা না থাকলেও অনেকের জীবনী জানার সুযোগ হয়েছে।
অন্যের গালি শুনে নাই এমন কোন মানুষ পৃথিবীতে নেই, নবী রাসূল থেকে শুরু করে নিকৃষ্ট কাফের পর্যন্ত সবাই কারো না কারো গালি শুনতেই হয়েছে, তবে কেউ শুনেছেন ভালো কর্মের কারণে, আবার কেউ কু-কর্মের কারনে।
আপনি কি জীবনে কারনে বা অকারনে কারো গালি খান নাই ?
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
201558
বুড়া মিয়া লিখেছেন : হ্যা এখনো খাই এবং এর সাথে যোগ হয়েছে নিজেই নিজেকে মনে মনে গাইলানো!

আমি বলেছি কারণ, আপনি যেভাবে লিখেছেন – তাতে অনেকেই এরকম প্রশ্ন করার সুযোগ পাবে! নিজে মাঝে মাঝে রাগে অনেক কিছু বললেও মনের ঈষান-কোনে হুজুরদের জন্য এক প্রকার মমত্ববোধ সমসময়ই কেনো জানি জেগে থাকে!
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:০৪
201896
আবু জান্নাত লিখেছেন : একটি হাদীসে এসেছে : يحشر المرء مع من أحب يوم القيام যার সাথে যার মুহাব্বাত তার সাথে তার কেয়ামত। আলেম ওলামাদের মহব্বত করলে তাদের সাথেই কেয়ামত হবে। ইন-শা আল্লাহ্
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০১
202097
ইমরান ভাই লিখেছেন : @জাননাত
আমার কমেন্টস টি ডিলেট করলেন যে??
আবার আপনার কমেন্টস ও ডিলেট করে এখন নতুন ভাবে লিখলেন যে?

ঘটনা কি?
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০২
202099
ইমরান ভাই লিখেছেন : সম্পুর্ণ হাদীসটা দেন রেফারেন্স সহ।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
202189
আবু জান্নাত লিখেছেন : @ইমরান. যেখানে আপনাদের কাছে সহীহ মুসলিমের হাদীসের গ্রহনযোগ্যতা নেই (একমাত্র বোখারী ছাড়া), সেখানে নাসায়ী ও ইবনে মাজাহ এর হাদীসতো আপনাদের কাছে জাল ছাড়া আর কিইবা হতে পারে, খামোখা রেফারেন্স তালাশ করা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এর চেয়ে ভালো হবে বুখারী মুতালায়া করেন। ধন্যবাদ
257769
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
আফরা লিখেছেন : সত্য কথা বলেছেন ।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:২২
201550
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
258092
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৬
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : আবু জান্নাত
আলেম আর লেখক কি এক? এইসব মানুষ ভুল করে জাত তেমন একটা যাবেনা। কিনতু আলেম কিছু করলে সেটা ঢোল বাজবে এটাই সাভাবিক। তেঁতুল হুজুর বলে মেয়েরা ক্লাশ ফোর পর্যন্ত পড়বে, যেন তারা তার স্বামীর হিসাক নিকাস ও টাকা গুনতে পারে। এখন এই আলোকে যদি মুসলিম নারীদের গড়ে তোলা হয় তাহলে মুসলিম মেয়েরা জীবনে কোন বড় পদে চাকুরীতে এমনকি ডাক্তারীতে আসতে পারবে না। এই মুসলিম নারীরা যখন বিয়ের পরে বাচ্চা ডেলিভারী হওয়ার জন্য ডাক্তারের সরাপন্ন হবে তখন এই মুসলিম নারীর ইজ্জত ইহুদী,খ্রীষ্টিয়ান এবং বেধর্মী ডাক্তাররা দেখবে না? তেঁতুল হুজুরের স্ত্রীর সংখ্যাটা ভালো করে জানুন।
258258
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:১২
আবু জান্নাত লিখেছেন : আপনার অপর নাম "গ্রামের পথে পথে" মনে হচ্ছে, আপনার প্রতি উত্তর করতে আমি আগ্রহী নই। কে কি বলল বা না বলল তাহা আমার দেখার বিষয় নয়, আল্লামা শফি সাহেব বলেছেন তাহার বক্তব্যকে উস্কানি মূলক ভাবে এডিট করা হয়েছে, আর আধুনিক যুগে ভিডিও এডিট করাটা কঠিন কিছু না। শুধু এতটুকুই বলবো তার বিবাহ নিয়ে আপনার এত জ্বালা কেন? ইসলামতো সামর্থবান পুরুষকে ৪টি পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছে।
১০
261143
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলেমরা অবশ্যই দুনিয়া এবং আখেরাতে সম্মানিত। তবে নামধারী আলেম নয়, প্রকৃত আলেমগণ।
১১
261374
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৪
আবু জান্নাত লিখেছেন : আলেমগণ তো প্রকৃত আলেমই হয়, কিন্তু যারা আলেমদের বেশ ধারণ করে তারাতো আলেম নয়, আলেমগণ সম্মানীত জেনে আলেমদের বেশভূষা গ্রহন করে সম্মান পাওয়ার জন্য, এর দ্বারা মানুষকে ধোকা দেয়। আলেমদের গায়ে কালিমা লেপন করে। আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যিকারে আলেমদের থেকে শিক্ষা ও দীক্ষা অর্জনের তাওফীক দান করুক।
১২
261415
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৭
ইক্লিপ্স লিখেছেন : চমৎকার লিখেছেন। শুভকামনা।
১৩
261633
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
আবু জান্নাত লিখেছেন : আমার ব্লগে আপনার আগমন যেন গরিবের বাড়িতে হাতির পা। খুব খুশি হলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামানা রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File