কেমনে হবে আধার সারা?

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৯:৪৯ সন্ধ্যা

কেমনে হবে আধার সারা?

খোয়ায়ে ফেলে রাখুনে যারা।

কামার পেলে স্বর্ণের ভার

খরিদ্দার তো খাবেই ধরা।

খাদক সকল খাবার পেলে

সব টুকু তো খাবেই গিলে।

আসবে কি তার বিশাল বিলে?

বিবেক তাহার আগেই মরা।

মশা মারতে কামান নিলে

মজুদ গোলা যায় বিফলে।

তবে বলো কিসের বলে

বসুন্ধরায় থাকব খাড়া?

চোর যদি হয় দেশের মাথা

চুরিই হবে প্রধান প্রথা।

কুজন সকল হবে নেতা

সাধারনের জীবন খরা।

হিংসুক যদি পায় ক্ষমতা

থাকবে কি হে আর সমতা?

কাহার কাছে চাও মমতা?

ইর্সা যে তার মগজ ভরা।

ভন্ড সাধু মোড়ল বনে

দন্ড হবে অকারনে।

শান্তি কি আর থাকবে মনে?

মিথ্যার কাছে সত্য হারা।

মত্ত যারা লোভ-লালশায়

ধরবেই তারা অসত উপায়।

থাকলে পরে তাদের আশায়

পদে পদে খাইবে ধরা।

১৬ জুলাই ২০১০

ময়মনসিংহ, ত্রিশাল

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304473
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
304500
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৪
সচেতন মুসলিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File