লিঙ্গ পূজার ইতিহাস
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২৬ অক্টোবর, ২০১৪, ১০:৫৫:২০ রাত
হিন্দু ভাইদের প্রতি অনুরোধ- আমার ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন। অযথা গালাগালি করবেন না।
♣ শিবপুরানে আছে, সর্বপ্রথম বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল বের হয়। এ নিয়ে ব্রহ্মা ও বিষ্ণুর মাঝে পরস্পর ঝগড়া বেঁধে যায়। ব্রহ্মা বলে আমি তোমায় সৃষ্টি করেছি। বিষ্ণু বলে আমি তোমায় সৃষ্টি করেছি। ইতোমধ্যে আকাশ থেকে এক ধরনের ধোঁয়া প্রকাশ পায়। সেই ধোঁয়া থেকে ব্রহ্মাকে সম্বোধন করে বলা হল, তুমি ব্রহ্মা আর এ বিষ্ণু যার নাভি থেকে পদ্মফুল বের হয়েছে। এর মাধ্যমে তো সব সুস্পষ্ট হল। এখন তুমি প্রকৃতি সৃষ্টি কর। ব্রহ্মা গভীরভাবে ধোঁয়া পর্যবেক্ষণ করে তার মাঝে একটি লিঙ্গ দেখতে পেল। ব্রহ্মা হংসের আকৃতি ধারন করে সেই লিঙ্গের পরিমাপ করার জন্য উপরদিকে উড়াল দিল। আর বিষ্ণু শূকরের আকার ধারন করে পাতালে অবতারন করল। তারা দু'জন দশ হাজার বছর যাবৎ দৌড়ানো সত্ত্বেও সেই লিঙ্গের প্রান্তসীমা খুজে পেলনা। তখন ব্রহ্মা বুঝে নিল এটাই আমার অধিপতি বা সৃজনকারী। সেই থেকে শুরু হয়েছে লিঙ্গ পূজা। এবং আজ অবদি চলছে।
হিন্দু ধর্মমতে- ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব এই তিন দেবতা হল ভগবানের প্রতিনিধি। আর এই প্রতিনিধিগনের কান্ডদেখুন- ওনারা পরস্পর ঝগড়ায় লিপ্ত হল। একে অন্যের স্রষ্টা দাবী করল। অতঃপর একটি বিশালাকার লিঙ্গ দেখে ব্রহ্মা মনে করল এটাই তার স্রষ্টা।
হয়তো হিন্দু ভাইরা বলবে লিঙ্গ মানে প্রতিক অর্থাৎ চিহ্ন। আর ব্রহ্মা ও বিষ্ণু আকাশে চিহ্ন বা প্রতিক দেখেছিলেন। সুতরাং এটা নিয়ে লাফালাফির কি আছে?
তাদের প্রতি আমার জিজ্ঞাসা- সেই চিহ্ন টি কেমন ছিল??? সেই চিহ্ন টি কি দেখতে অভিনব পূলিঙ্গের মত ছিল??? দয়া করে জানাবেন। ধন্যবাদ।
বিষয়: বিবিধ
২৮৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন