মুফতি জসিমুদ্দিন রহমানীকে জঙ্গি অপবাদের জবাব-
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২৭ মে, ২০১৪, ০৭:৫১:১৬ সন্ধ্যা
আস্সালামুআলাইকুম।
জসিমুদ্দীন রহমানীকে যারা চরম পন্থী জঙ্গী নেতা ইত্যাদি অপবাদ দিয়ে মুসলিমদেরকে দিধান্বিত করছে তাদের প্রতি আমার অনুরোধঃ
আমরা সবাই মানি আমাদেরকে কোরআন সুন্নহ'র অনুসারী হতে হবে। তবেই আমরা ঐক্য বদ্ধ হতে পাড়ব। কিন্তু বাস্তবে দেঅ যায় এই কথাটি সব দলই মুখে মুখেই মানে। শুধু মাত্র হাতে গোনা কয়েকটি দল মুখেও স্বীকার করে এবং আমলেও প্রতিফলন ঘটায়। তার পরও এই দল গুলো ঐক্য বদ্ধ হতে পারেনি। এ জন্য সম্ভবত কিছু উগ্র বাদী ভাইও দায়ি। যারা শায়েখ জসিমুদ্দীন রহমানীর নামে সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে প্রচারে ব্যস্ত। ওনি নাকি বোমাবাজি করতে উদ্বোদ্ধ করেন । আচ্ছা ওনি কোন লেক্চারে এমনটা বলেছেন ? ওনার বক্তব্যের শতাধীক অডিও আমার কাছে সংরক্ষিত আছে। তাছাড়া জিহাদ এবং নাস্তিকতা ও তাগুত সংক্রান্ত ওয়াজ গুলোও আমি শুনেছি। ওনিতো কখ্খনো বোমা বাজি জঙ্গীবাদী করে নিড়িহ মানুষকে হত্যা করতে বলেননি। ওনি যদি গুপ্ত হত্যার দলীল উথ্যাপন করে থাকেন তবে সেটা হচ্ছে নাস্তিক মুর্তাদদের উদ্দেশ্যে। সেটাই কি আপনাদের কাছে দুষনীয়
(দুঃখীত)?
আরে ভাই কেন এত বিষাদাগার? ওনিতো আর আক্বিদায়ে ভেজাল, তাওহীদে শিরক এবং আমলে বিদআত লালন করেন না এবং প্রচারও করেন না। তবে কেন ওনার সাথে আপনাদের দাঁ-কুমড়ো সম্পর্ক? নাকি ওনার দুঃসময়ের সুযুগ নিয়ে খালি মাঠে গোল দিচ্ছেন(দুঃখীত)?
আপনারা খুব ভাল করেই জানে যে শায়েখ জসিমুদ্দীন রহমানী ব্যক্তিগত ভাবে ইসলামের সহিহ আক্বদা পোষন ও প্রচার করেন। সেটা আপনারাও করেন । উনি আপনাদের চেয়ে বেশী যেটা করেন সেটা কোরআনে অন্ততঃ সাড়ে ৪০০ আয়াতের দিকে আহবান করা। সেটা রাসুল(সঃ)এর অনেক হাদীস দ্বারাও প্রমাণীত । এবং সাহাবাদের আমল দ্বারাও গৃহীত। আর এই জন্য আপনারা তাকে জঙ্গী টাইটেল দিলেন! আশ্চর্য!
আরে ভাই আমরা কেন বুঝতে পারিনা যে আমাদের সবার বিবেক, বুদ্ধি, আকল ও জ্ঞান সমান নয়? তাই একই বিষয়ে জ্ঞানের ভিন্নতার দরুন প্রয়োগে কিছুটা ব্যতিক্রম ঘটে।
আরে ভাই আমরা কেন ভুলে যাই যে আমরা কেউই ভুলের উর্ধে নই। আমি, আপনি, মুফতি জসিমুদ্দীন রহমানি, সাইফুদ্দীন বেলাল মাদানী, আমানুল্লাহ মাদানী, আব্দুর রায্যাক, মতিউর রহমান মাদানী এবং ডাঃ জাকির নায়েক প্রমুখ(ওনারা আমার ফেবারিট বক্তা) ব্যক্তিরাও ভুল করতে পারেন। তাই অন্ততঃ হক্ব পন্থিদের পরস্পর এতটা বাড়াবাড়ি করা ঠিক নয়।
তাছাড়া এমনও তো হতে পারে যে যা আপনার কাছে ভুল তা ওনার কাছে ঠিক। অথবা দুজনের কাছেই ঠিক তবে ব্যতিক্রম । জ্ঞানের ভিন্নতা, স্বল্পতা এবং সীমবদ্ধতার দরুন এমন হয়। কিন্তু এতে যদি ইসলামের মৌলিক কোন বিষয় আক্বদা আমল পরিবর্তন না হয় তবে নমনীয় ভাবে পরামর্শ দিতে পারেন। তা না করে যা শুরু করেছেন! আশ্চর্য!
বিষয়: বিবিধ
২৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন