ধর্ম নিরপেক্ষতা নাকি ইসলাম ধর্ম নিধন?
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০০:৪১ সকাল
হাছিনা সরকার ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন করেছেন যাতে তার বা তাদের বংসের বা তার দলের কারো সমালোচনা করলে শাস্তি দেয়া যায়।যে আইনের মাধ্যমে ইতিমধ্যে ১জনকে ৭ বছরের জন্য জেলে ঢুকিয়েছেন যিনি ছড়া লিখছিলেন হাছিনা ও তার সন্মানিত বাবাকে নিয়ে।বেশ ভাল আশা করি সবাই এমন কিছু লিখবেন না যাতে করে তারা খেপে যান।আর খেপলে বুঝে নিন,কি হবে?
কিন্তু তার সরকারে এমন কিছু লোক ঢুকিয়েছেন যারা কেউ নাস্তিক,কেউ পুরানা বেশ্যা,কেউ ভারতের এজেন্ট,কেউ চোর আরো কত কি?এতে বুঝা যাচ্ছে উনি অনেক উদার আর অনেক জ্ঞানী।আওয়ামীলিগ দলের মন্ত্রী লতিফ সিদ্দিকী আমেরিকা গিয়ে এমন বাজে সমালোচনা করলেন আল্লাহ,নবী রাসুল সাঃ আর ইসলাম ধর্মের হজ প্রথা সম্বন্ধে যা ক্ষমার অযোগ্য।
হাছিনার যদি সত্যি মুছলমানিত্য থাকে তাহলে অবশ্যই উক্ত মন্ত্রীকে কম হলেও ৭ বছরের জেল দিবেন।কারন ইসলাম ধর্মের সন্মান হাছিনার চাইতে অনেক বেশী।
হাছিনাকে অবজ্ঞা করে কিছু লিখলে যদি সাজা হয় তবে ইসলাম ধর্মের অবজ্ঞাকারীদের সাজা হবে না কেন? আমরা চাই না এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে আঘাত করুক।আমরা ধর্মীয় রক্ষা আইন চাই সেটা সব ধর্মের জন্যই।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্মকে স্বীকার করেই রাষ্ট্র চালায় কিন্তু ইসলামকে পঙ্গু করতে বাধ্য হয়!
মন্তব্য করতে লগইন করুন