মিশরের সেনা ছিছি আর নবাব সিরাজের সেনা মীরজাফর একই কুকুরেরে বাচ্চা---
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২৮ জুলাই, ২০১৪, ০৩:৪৩:২১ রাত
মিশরের মুরশি ছিলেন হামাস পন্থী যার কারনে আমেরিকা,ইসরাইল কৌশলে সেনাপতি ছিছিকে টোপ দেয় ক্ষমতার, আর ছিছি মুরসিকে সরিয়ে ক্ষমতা কেড়ে নেয়।ছিছি নিরবাচিত হলেও তাকে গ্রেফতার করে হাজতে বন্দী করে রাখে।তিনি আজো বন্দী আছেন,সেখান থেকেও ফিলিস্তিনের জন্য শ্লোগান দিয়ে যাচ্ছেন।মুরসি ক্ষমতা নিয়ে গাজা বাসীদের জন্য রাফা বর্ডার ওপেন করে দেন যার ফলে গাজা বাসী ইস্রাইলীদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায়।যা ইসরাইল কোনভাবেই মেনে নিতে পারে নাই তাই ফন্দী আঁটে কিভাবে মুরসিকে সরানো যায় আর ইসরাইল পেয়ে যায় বাংলার মীরযাফর রুপী সেনাপতি ছিছিকে।ছিছিকে ক্ষমতার টোপ দিয়ে হামাস সমর্থক মুরসীকে সরায় ইস্রাইল।এখন ছিছি,সৌদী বাদশাহ আব্দুল্লাহকে সাথে নিয়ে ইসরাইল গাযা শহর ধ্বংসে মেতে উঠেছে, নাড়ী-শিশুকে তারা কৌশলে হত্যা করে যাচ্ছে।এলায়েত সাকেদ নামের এক মহিলা ইস্রাইলি এম পি গাযার নারী,শিশুদের হত্যা করতে হবে বলে পণ করেছেন।
আমেরিকা,ইউরোপের দেশগুলো নাড়ী,শিশুদের প্রতি এত দরদী
তাদের সমর্থনেই ইসরাইল নারী শিশুদের ঠাণ্ডা মাথায় খুন করে যাচ্ছে,তাও আবার পবিত্র রমজান মাসে।আর শান্তিতে পুরুস্কারপ্রাপ্ত মিঃওবামা তা নীরবে দেখে শান্তি ছরিয়ে দিচ্ছেন।ইস্রাইলীরা মুছলমানদের ভূমিতে তাদের জন্য বাড়ি তৈরী করে বাস করছে আর মুছলমানদের তাড়িয়ে দিচ্ছে শরনারথী ক্যাম্প গুলুতে।এভাবে তাড়াতে চাচ্ছে গাজা শহর থেকেও যেখানে বাস করে ১৮ লাখ মুছলিম,যা ইহুদীদের দ্বারা অবরুদ্দ ১ টি শহর।যদি মিশর রাফা বর্ডার ওপেন করে দেয় তাহলে আর অবরুদ্দ থাকে না,যা করেছিলেন মিঃ মুরছি আর তা ছিল মুরছির বিরাট অপরাধ।এ অপরাধের জন্য তিনি বন্দি আছেন।ছিছি ইসরাইলকে সহায়তা করে যাচ্ছেন গাজাবাসীর দরকারী মাল আনার টানেল গুলোকে ধ্বংস করতে। ১ জন মুছলমান হয়েও ইহুদীদের জন্য কাজ করে যাচ্ছেন যেভাবে করেছিল বাংলার মীরজাফর ইংরেজদের জন্য।
ছিছি মিরজাফর,ওবামা,নেতানিয়াহু,এলায়েত সাকেদ, জাতিসঙ্ঘ যারা নীরবে মুছলিম নারী,শিশু হত্যা করে যাচ্ছে তাদের উপর আল্লাহর গজব আসুক ---আমীন।ওদের জন্য মুছলমানেরা শান্তিতে ঈদ করতে পারল না--ধংস হউক ঐ শয়তানের চেলারা।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
---আমীন
---আমীন
---আমীন
মন্তব্য করতে লগইন করুন