ভারতকে হাতে রাখতে হবে,বাংলাদেশটা ভারতকে দিয়ে হলেও-
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ০৪ জুলাই, ২০১৪, ০৪:৫৯:২০ রাত
যে ভারত বাংলাদেশকে কোনভাবেই ছাড় দিতে রাজি না,সেই ভারতকে কেন এত সুবিধা দিতে হবে?সুবিধা না দিলে সামনে পালানোর যায়গা থাকবে না, তাই দেশ জাহান্নামে যাক নিজের ভবিষ্যৎ চিন্তা করে ভারত যা চাইবে সব দিতেই হবে।ভারতের ত্রিপুরা রাজ্যে চাউল পাঠানোর নামে সারা উত্তর পূর্ব ভারতে চাল যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কোন মাশুল হাছিনা সরকার নিবে না।ত্রিপুরার বাংলা পত্রিকা দৈনিক সংবাদের ৩রা জুলাই রিপোর্ট দেখলেই তা জানতে পারবেন।হাছিনা,খালেদা যেই হোক না কেন মাসুল ছাড়া ভারতীয় মাল বাংলাদেশের উপর দিয়ে নিতে দেয়া ঠিক হবে না।এতে বাংলাদেশের জনগণকে অধিকার বঞ্চিত করা হচ্ছে,দেশ যাদের তাদেরকে যে ভারত কোন সুযোগ দিতে নারাজ সেই ভারতকে হাছিনা সরকার নিজের স্বার্থে বিনা সুল্কে মাল নিতে দিলে বুঝতে হবে বাংলাদেশে যে সরকার আছে তারা ভারতের আর নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না।নিচে ত্রিপুরার পত্রিকার লিঙ্ক দেখুন,দয়া করে--
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন