অহংকার

লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১২:৪৩ রাত

পৃথিবীতে করলে জরিপ,

কেউ ধনি, কেউ গরিব।

এই কথাটা অবাদ সত্য,

সকলের ই আছে সংসার।

তবে কেনো আজ মানুষের মাঝে,

হিংসা, বিদ্বেস আর অহংকার?

যাহা একদিন তলিয়ে নেবে,

জীবনের সকল কুল।

বুঝেও বুঝেনা এই কথাটা,

অহংকার পতনের মুল।

অর্থশীল সদা করে যায় আজ,

অনর্থকে অপমান।

যানেনা মানুষ এই অহংকার,

ঘটাবে জীবনের অবশান।

প্রতিযোগীতা আজ সকলের মাঝে,

কেউ হারে আর কেউ জিতে।

আপন আজ আপনের সংঘ ছাড়ে,

অহংকারের উষ্কানিতে।

মানুষ যদি হয় সৃষ্টির সেরা,

মন কেনো নয় সচ্ছ?

মর্যাদাবান নিজেকে ভাবে,

অন্যকে ভাবে তুচ্ছ।

অহংকার মানুষের কেড়ে নেয়,

প্রাচুর্য আর কথা!

অহংকার মানুষকে দিয়ে যায়,

শুধুই মর্মব্যথা।

হয় যদি মানুষ, মানুষের জন্য,

সবাই যাবে সবার কাছে।

তবু কেনো মানুষ বিষর্জিত হয়,

অহংকারের মাঝে?

মরনের পর সাথে যাবেনা,

সম্পদ কিংবা অর্থ।

অহংকারের মাঝে বিলিয়ে দিওনা,

নিজের মনুষত্ব।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,

হয় যেনো মোদের হুঁশ।

অহংকার ভুলে এই কথা ভাবো,

সকলেই আমরা মানুষ

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261304
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
261307
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
ফেরারী মন লিখেছেন : সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,
হয় যেনো মোদের হুঁশ।
অহংকার ভুলে এই কথা ভাবো,
সকলেই আমরা মানুষ
261309
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
এনামুল হক এনাম লিখেছেন : ভালো লিখেছেন, আর একটু কষ্ট করলো আরো ভালো হয়ে উঠতো। ধন্যবাদ রইলো।
261512
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন : অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টান-টানি করা। বিষয়টি ভাবা দরকার.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File