কবিতার নামঃ হায়না বিবির দুঃশাষন

লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ১০ মে, ২০১৪, ০৪:৫৩:১৫ বিকাল

কোন দেশেতে আছিরে ভাই!

মত প্রকাশের অধিকার নাই!

প্রতিবাদ করলেই যারে তারে!!

যেতে হবে কারাগারে!

ভোরের ওই সুর্যদয়!

বাকশালের হাতের মুঠোয়!

এমন দেশতো চাইনি!

চালায় এক ডাইনি!

নাস্তিকতায় লিপ্ত থাকবে!

বাধা দিলেই চিবিয়ে খাবে!

এমন সরকার নেই দরকার!

বিরুদ্ধে বললেই তুই রাজাকার!

ইসলামের নেই জাতীসত্বা!

সমাবেশ দিলেই গণহত্যা!

নষ্টামিতে যারা ঠিক!

তারাই নাকি দেশপ্রেমীক!

দেশ আমার, ভাষা আমার!

ভারত কে? নাক গলাবার!

খুন,গুম কথায় কথায়!

সংবাদ পত্রের পাতায় পাতায়!

দেখতে হয় প্রতিদিন!

মানুষ নামের আস্ত জীন!

পুলিশ নামের তুরপীন!

স্বাধীন এই বাংলাদেশ!

তিলে তিলে হচ্ছে শেষ!

পরিক্ষার নেই অবকাশ!

আগের রাতেই প্রশ্ন ফাঁস!

দেখে হই ব্যাথিত!

মুর্খও নাকি শিক্ষিত!

এই কেমন স্বাধীনতা!

নির্মূল করে মানবতা!

জালিমের হাতে খেয়ে মার!

বিষর্জন দিয়ে অধিকার!

কেটে সব গরুর ঘাস!

ফেলে রাখে পঁচা লাশ!

রক্ত ছাড়া খায়না!

আওয়ামী নামক হায়না!

কবে হবে প্রাপ্তি!

বর্বরতার সমাপ্তি!

বলার আর ভাষা নাই!

দুঃশাসন থেকে মুক্তি চাই!

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File