সিজোফ্রেনিয়া

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:০৫:১৬ সন্ধ্যা

২দিনের জন্য ক্যাম্পে গিয়েছিলাম । রাতের বেলা ঘুমানোর সময় আমার রুমমেট হিসেবে ছিল adana'র মেয়ে elmas। খুব চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে ।আমাদের টিমে থাকলেও তার সাথে টুকটাক ফর্মাল কথা ছাড়া তেমন কোন কথা হয়নি কখনো ।

নতুন জায়গা তার উপর প্রচণ্ড ঠাণ্ডা । ঘুম ভালো হচ্ছিলো না । আধো ঘুম আধো জাগরণ হাল । ভোররাতের দিকে দেখি পাশের বিছানা থেকে elmas নামল । ভাবলাম ওয়াশরুমে যাবে টাবে বোধহয় । কিন্ত অবাক হয়ে দেখলাম সে বিছানা থেকে নেমে রুমের মধ্যেই টালমাটাল এলোপাথারি হেঁটে বিড়বিড় করে কি সব বলে আবার শুয়ে পরল ।

পরের দিনও একি কাহিনী ! আমি জিজ্ঞেস করি '' কোন সমস্যা ? সাহায্য লাগবে ?? তোমার কি খারাপ লাগছে ?

সে খুব শান্ত স্বাভাবিক গলায় উত্তর দেয় ''না ''

পরেরদিন সকালে তাকে রাতের ঘটনাটা বললাম । সে বলে তার কিছুই মনে নেই ! তার কাছের বান্ধবি merve জানায় elmas প্রায় রাতেই নাকি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে ।

বুঝলাম !

ঘুমের মধ্যে হাঁটা '' স্লিপিং ওয়াক'' এর কথাটা আমরা সবাই কমবেশি জানি । ছোট থেকে এ নিয়ে কত গল্প-কাহিনী পড়েছি ।

এই ''স্লিপিং ওয়াক'' এর ব্যাপার থেকে কাল্পনিক কত গা ছমছম করা থ্রিলার-হরর উঠে এসেছে ।

ঘুমের মধ্যেই জেগে উঠে একজন নিরীহ মানুষ কিভাবে ভাম্পায়ার, ড্রাকুলা, ম্যানিটো হয়ে উঠে !

হাহ ! আসলে ''স্লিপিং ওয়াক''টাই সত্য আর ওসব ড্রাকুলা-ফাকুলা আমাদের মনের ফ্যান্টাসি মাত্র ।

আমাদের গ্রামাঞ্চলের কারো এরকম সমস্যা থাকলে মানুষেরা বলে '' জিন-ভূতের আছর'' । রাতের বেলা ঘুম থেকে ডেকে তুলে বাইরে নিয়ে যায় !

এ সমস্যায় আক্রান্ত বেচারার উপ্রে চলে কবিরাজি ঝাড়ফুঁক, দলাইমলাই, তাবিজ-কবজ আর মাদুলির তুফান ।

তো যাই হোক ''ঘুমের মধ্যে হাঁটা'' এই সমস্যাটাকে বলা হয়

''সিজোফ্রেনিয়া '' খুব সাধারন মানসিক সমস্যা এটি । এই রুগে আক্রান্ত ব্যাক্তিকে বলা হয় '' সিজোফ্রেনিয়াক'' ।

শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে '' দ্বৈত স্বত্তা '' ।

এই রোগে আক্রান্ত মানুষের মনে দুটি স্বত্তার জন্ম নেয়। অনেকটা যেন দুটো আলাদা মানুষ একই শরীরে আটকা পড়েছে ।দুটো আলাদা ব্যাক্তি, আলাদা চিন্তাধারা কিন্ত শরীর একটাই ।

মানুষের মন একটি গোলকধাঁধা আর এটির সত্যতা প্রমান করেছে যেন এই ''সিজোফ্রেনিয়া'' নামের রোগটি ।

একজন ''সিজোফ্রেনিয়াক'' কখনোই বুঝতে পারে না যে সে এই রোগে আক্রান্ত।কেবলমাত্র তার আশেপাশের মানুষেরাই বুঝতে পারে ব্যাপারটা। কিছু সাধারন ব্যাপার যেমন;

*নিজের সাথে কথা বলা

*কিছুক্ষন আগেই বলা কথা কিংবা কাজ ভুলে যাওয়া ।

*ঘুমের মধ্যে হাঁটা এসব ব্যাপার দেখে সিজোফ্রেনিয়া আক্রান্তদের শনাক্ত করা যায়।

প্রচণ্ড মানসিক আঘাত অথবা মানসিক চাপ থেকে এই সমস্যা হতে পারে আবার জেনেটিক বা বংশগত কারনেও হতে পারে ।

এই সমস্যাটা কতটা বিপজ্জজনক তা নির্ভর করে রুগীর আচার-আচরনের উপর ।

ইতিহাসে অনেক ভয়ংকর-নির্মম হত্যাকাণ্ডও পর্যন্ত ঘটেছে এই রোগে আক্রন্তকারীর হাতে ।

আমার ভাগ্য ভালো যে আসার দিন টের পেয়েছি এলমাসের সমস্যা । না হলে সারারাত ভয়ে জেগে থাকতাম এই ভেবে যে কখন না জানি elmas ঘুমের ঘোরে উঠে এসে আমার গলাটিপে ধরে :p

একজন সিজোফ্রেনিয়াককে নিয়ে ১৯৬০ সালে Alferd hitchcook একটি সিনেমা বানিয়েছিলেন যার নাম ছিল'' সাইকো''(psycho) ।

এই মুভিটা দেখতে পারেন ।

একজন সিজোফ্রেনিয়ার রুগীকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যেই রাখা এবং শুরুতেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ।

এবং নিয়মিত কাউন্সিলিং এর মধ্যেই রাখা উচিত কারন এই সমস্যা কখনোই সম্পূর্ণ নিরাময় হয় না ।

এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সর্বদা দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে সর্বপোরি মহান আল্লাহর সাহায্য চাইতে হবে ।

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381909
১৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকদিন পর ব্লগে এসে অজানা এক লেখিকার লিখা পড়লাম। লিখার ধারাবাহিকতা আর সরল লেখনির সুন্দর বন্যনাশৈলির কারণে কখন শেষ হল বুঝে উঠতে পারিনি। ঘটনা থ্রিলিং ছিল। ব্যাতিক্রমধর্মী লিখা। ভাল লাগল। ধন্যবাদ।
381911
১৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০২:১২
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
381914
১৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:১৮
আবু নাইম লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
381915
১৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:৩৯
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
381916
১৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লিখা। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে মহিলাদের মধ্যে েএই রোগি বেড়ে গেছে। প্রয়োজনিয় চিকিৎসা ও সচেতনতার অভাব ও আছে।
381920
১৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৭
আরিফা জাহান লিখেছেন : ভাল বলেছেন। আমাদের সচেতনতা দরকার । ধন্যবাদ আপনাকে
383001
১৭ মে ২০১৭ রাত ০৩:৪৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমিও মজুমদার স্য়ারের সাথে ঐক্য়মত ইন্টারেস্টিংলেখুনি আপনার পড়ে ভালো লাগে Thumbs Up পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ ।
383014
১৮ মে ২০১৭ রাত ০৩:০৫
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও পিলাচ পিলাচ thnx ☺

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File