কালচারস ডিমোন
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৩১:২৯ রাত
ফেলে আসা শতাব্দীতে নিরুর সেই ধ্বংসাত্মক
বাঁশির সুর যখন বাকরুদ্ধ করে দিয়েছিল ,
ঝাপসা চোখ শুধু দেখছিল
ধ্বংস হয়ে যাওয়া নগরীর রুপ ।
এই সভ্যতা আবার মাটি খুঁড়ে এনেছে পাম্পেই এর
খেলা ।
যে খেলার শেষ হবে অভিশপ্ত ধবংসের প্রলয়োল্লাসে!
যেখানে তোর অস্তিত্ব পাবো
পাপের সাক্ষী হয়ে নৃত্যরত অভিশপ্ত কঙ্কালে !
নীল নদের ধারার সাথে রাতের অন্ধকারে ভেসে
যায় তোর অট্টহাসি ।
ইথারের বাঁকে বাঁকে ধ্বনিত হয়ে মিলিয়ে আছে
পিরামিডের চূড়ায়! ফিরাউনের অভিশপ্ত আত্মায় !
ডেড সি হয়েছিল তোর নির্মমতার সাক্ষী!
আবার তুই ফিরে এসেছিস ! বিংশ শতাব্দীর তান্ত্রিক
সাধনায় !
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন