আইশে আইদান

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১১ জানুয়ারি, ২০১৭, ০২:৩৪:২৩ রাত

একটু আগে দোকানে গিয়েছিলাম কিছু পেপার ফটোকপি করতে । সেখানে দোকানের মহিলার একটা অসম্ভব কিউট বাচ্চা মেয়ে । চার এর বেশি হবেনা হয়ত ।

তার মা ফটোকপি করছে, সে পাশে বসে আছে । আমার দিকে তাকায় বারবার ।

আমি হেসে হাত বাড়ালে একটু ইতস্তত করে সে পায়ে পায়ে আমার কাছে আসে ।

আমি জিজ্ঞেস করি'' কি নাম তোমার ?

কচি আর মিষ্টি কণ্ঠস্বরে তার উত্তর'' আইশে আইদান । এটা আমার মায়ের দোকান, উপরে আমাদের বাসা । বাবা ইস্তানবুল গেছে ।

হাসি পেল । জিজ্ঞেস করেছিলাম শুধু তার নাম আর সে নিজ দায়িত্বে কত কিছু জানিয়ে দিলো !

সে আমাকে জিজ্ঞেস করে ,

-----তোমার বাড়ি কোথায় ?

---- অনেএএএক দূরে ! বাংলাদেশে

---- বাঙ্গাদেসে? ওখান থেকে এসেছ খাতা কিনতে ?

----- হ্যাঁ । ইস্কুলেও পড়তে এসেছি ।

ভীষণ অবাক সে !

----এতদূরে যাও কিভাবে !

--- যাইনাতো এখানেই থাকি ।

----- তোমার মা-বাবা কোথায় ?

---- বাংলাদেশে।

আরো অবাক সে । আমার মুখের দিকে গোল গোল চোখে তাকায় । মা-বাবাকে রেখে আমি এখানে ইশকুলে পড়ি আবার বাড়িও যাইনা ,তার খুব অবাক লাগে ।

------ বাঙ্গাদেস ক্যামন ?

------ অনেক সুন্দর !

----- ওখানে কি বাবুরা আছে ?

---- হ্যাঁএএএ অনেক বাবু আছে ।

----- আর কি আছে ?

----- ইশকুল আছে ,খেলার মাঠ আছে, সবুজ ঘাস আছে ,নদী আছে ,বৃষ্টি আছে ধুলো আছে, কাদা আছে, রাস্তাঘাট আছে, হইচইই আছে, ট্রিং ট্রিং রিকশা আছে, গড় গড় ট্রাক আছে, নৌকা আছে, আরো অনেএএক কিছু আছে ।

এত কিছু '' আছে'' শুনে সে বিমোহিত !

----- তুমি বাঙ্গাদেসে যাও না ?

----- যাই ত ।

---- আবার কবে যাবা ?

---- পরীক্ষা শেষ হলে । তুমি যাবে আমার সাথে ?

সাথে সাথে তার উত্তর

----হ্যাঁ !

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381250
১১ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : নিয়ে আসবেন সামনে দেশে এলে
১৬ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৫২
315374
আরিফা জাহান লিখেছেন : তাই ?
381262
১২ জানুয়ারি ২০১৭ সকাল ০৯:৪৩
আরাফাত হোসাইন লিখেছেন : বাচ্চাটাকে অাদর করতে ইচ্ছে করছে।
১৬ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৫২
315373
আরিফা জাহান লিখেছেন : আসলেই বাচ্চাটা ছিল আদর করার মত ফুটফুটে আর মিষ্টি
381438
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা পড়ে আমার স্ত্রীর কথা মনে পড়ে গেলো। বাচ্চা দেখলে সে আদর করবেই..... আর বাচ্চারাও তাকে কেমন জানি আপন মনে করে নেয়।
সেই দিন কক্সবাজারে সী বিচে একটা কিউট বেবি খুব কান্না করছিল। আমার স্ত্রী তার পাশে গিয়ে একটা হাসি দিয়ে মাথায় হাত রাখতেই কান্না থেমে গেলে। বিষয়টা দেখে বাচ্চাটার মা-বাবাও অবাক। আমি শুধু হাসতেছিলাম।
ধন্যবাদ আপনাকে
০৪ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০২:৪৭
315591
আরিফা জাহান লিখেছেন : :আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File