নিয়তি
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:২৬:৪৩ রাত
রাস্তার ল্যাম্পপোষ্টগুলো বন্ধ করার মত ভোর হয়নি তখনো । বাইরে তুষার ঝড় আর প্রচণ্ড ঠাণ্ডা ।
অন্যান্য দিনের মতই শুরু করা যায় আজকের দিনটা ।
ইচ্ছে করলেই ।
কিন্তু গত দুদিন ধরে দেখা রক্তাক্ত আলেপ্পোর বিভীষিকা কেড়ে নিয়েছে মানসিক সবটুকু শান্তি ।
মানসিক শান্তি আগেই আদৌ ছিল কিনা ভুলে গেছি ।
আলেপ্পোবাসীর জন্য সংগৃহীত ত্রান পৌঁছে দিতে হবে ।
ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে বন্ধুরা, সহপাঠীরা, সংগঠনের কর্মীরা ।
আজ আর ভার্সিটিতে যাওয়া হচ্ছেনা । প্রথম দফা
ত্রান পাঠানোর কাজ গুছিয়ে গাড়িতে উঠলাম ।
প্রচণ্ড তুষারপাত হচ্ছে ।
গাড়ি ছুটল কুলে প্লাজার দিকে ।
নেটে ঢুকলেই দেখি রক্তাক্ত আলেপ্পোর ভয়াবহতা ।
আন্তর্জাতিক নিউজগুলোর হেডলাইন দখল করে নিয়েছে এই আসাদের ভয়াবহতা ।
হাহ ! দুইদিনের জন্যই !
তারপর সব ম্লান হয়ে যাবে !
কিছু সাধারন মানুষ- ছাত্র বিবেকের তাড়নায় হাচরেপাঁচরে সাহায্য করতে চাইবে । যেমনটা এখন করছে !
তারপর ??
এই ত আমার পাশের দেশের রোহিঙ্গাদের নির্মম পরিণতির সমাপ্তি এখনোত হয়নি কিংবা কমেনি । কিন্তু এই নির্মমতা বিশ্বের গা সওয়া হয়ে গেছে ।
এসব নিয়ে নতুন করে আর গীত গাইতে ইচ্ছে করে না ।
খুব দূরে যাবো না ।
গত রাতে ডরমেটরীর পার্টি ফ্লোরে কি একটা পার্টি হয়েছিল ।
ফেরার সময় ডাইনিং এর টিভিতে আলেপ্পোতে আসাদের নির্মমতার রুপ দেখে এক মিনিটের জন্যও কারো কফি কিংবা পানীয় খাওয়া বন্ধ হয়নি !!
সবাই স্বাভাবিক ।
নাফ নদীতে ভাসতে থাকা মুখগুলোর জন্য হৃদয় রক্তাক্ত হওয়া আর সিরিয়ার জন্য চোখ দিয়ে অশ্রু ঝরা বোধহয় বোকামি !
তাই প্রকৃতিও বোধহয় জেনে গেছে । বুঝে গেছে কালের খেলায় মানুষ নামের দু পায়ের যে জীব আছে পৃথিবীতে তাতে বিবেগ আর মানবতা খোঁজা আর কোন হায়েনার কাছে দয়া চাওয়া একি কথা !
তাইতো ক্রমশ বৃদ্ধি তুষার কণা আস্তে আস্তে ডেকে দিচ্ছে রক্তাক্ত জনপদ আলেপ্পো !
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন