নিয়তি

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:২৬:৪৩ রাত

রাস্তার ল্যাম্পপোষ্টগুলো বন্ধ করার মত ভোর হয়নি তখনো । বাইরে তুষার ঝড় আর প্রচণ্ড ঠাণ্ডা ।

অন্যান্য দিনের মতই শুরু করা যায় আজকের দিনটা ।

ইচ্ছে করলেই ।

কিন্তু গত দুদিন ধরে দেখা রক্তাক্ত আলেপ্পোর বিভীষিকা কেড়ে নিয়েছে মানসিক সবটুকু শান্তি ।

মানসিক শান্তি আগেই আদৌ ছিল কিনা ভুলে গেছি ।

আলেপ্পোবাসীর জন্য সংগৃহীত ত্রান পৌঁছে দিতে হবে ।

ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে বন্ধুরা, সহপাঠীরা, সংগঠনের কর্মীরা ।

আজ আর ভার্সিটিতে যাওয়া হচ্ছেনা । প্রথম দফা

ত্রান পাঠানোর কাজ গুছিয়ে গাড়িতে উঠলাম ।

প্রচণ্ড তুষারপাত হচ্ছে ।

গাড়ি ছুটল কুলে প্লাজার দিকে ।

নেটে ঢুকলেই দেখি রক্তাক্ত আলেপ্পোর ভয়াবহতা ।

আন্তর্জাতিক নিউজগুলোর হেডলাইন দখল করে নিয়েছে এই আসাদের ভয়াবহতা ।

হাহ ! দুইদিনের জন্যই !

তারপর সব ম্লান হয়ে যাবে !

কিছু সাধারন মানুষ- ছাত্র বিবেকের তাড়নায় হাচরেপাঁচরে সাহায্য করতে চাইবে । যেমনটা এখন করছে !

তারপর ??

এই ত আমার পাশের দেশের রোহিঙ্গাদের নির্মম পরিণতির সমাপ্তি এখনোত হয়নি কিংবা কমেনি । কিন্তু এই নির্মমতা বিশ্বের গা সওয়া হয়ে গেছে ।

এসব নিয়ে নতুন করে আর গীত গাইতে ইচ্ছে করে না ।

খুব দূরে যাবো না ।

গত রাতে ডরমেটরীর পার্টি ফ্লোরে কি একটা পার্টি হয়েছিল ।

ফেরার সময় ডাইনিং এর টিভিতে আলেপ্পোতে আসাদের নির্মমতার রুপ দেখে এক মিনিটের জন্যও কারো কফি কিংবা পানীয় খাওয়া বন্ধ হয়নি !!

সবাই স্বাভাবিক ।

নাফ নদীতে ভাসতে থাকা মুখগুলোর জন্য হৃদয় রক্তাক্ত হওয়া আর সিরিয়ার জন্য চোখ দিয়ে অশ্রু ঝরা বোধহয় বোকামি !

তাই প্রকৃতিও বোধহয় জেনে গেছে । বুঝে গেছে কালের খেলায় মানুষ নামের দু পায়ের যে জীব আছে পৃথিবীতে তাতে বিবেগ আর মানবতা খোঁজা আর কোন হায়েনার কাছে দয়া চাওয়া একি কথা !

তাইতো ক্রমশ বৃদ্ধি তুষার কণা আস্তে আস্তে ডেকে দিচ্ছে রক্তাক্ত জনপদ আলেপ্পো !

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380709
১৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১৯
দ্য স্লেভ লিখেছেন : নির্জীব,নির্বিকার পিশাচে পরিনত হচ্ছি আমরা। কেবল নিজের স্বার্থ ছাড়া দুনিয়ার আর সবকিছু অর্থহীন। ভয়াবহ ঘটনার বর্ণনা যেন কেবল একটা তথ্য। মনের ভেতর থেকে ব্যাথাও উঠে আসেনা। হাসিও ম্লান হয়না। কি অসাধারনভাবে এ বদলে যাওয়া। স্রেফ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারনে প্রত্যক্ষ গজব থেকে নিষ্কৃতি
১৬ ডিসেম্বর ২০১৬ রাত ০১:৫৮
315035
আরিফা জাহান লিখেছেন : হুম !! সেটাই
380721
১৬ ডিসেম্বর ২০১৬ সকাল ০৬:১০
তবুওআশাবা্দী লিখেছেন : ভালো লাগলো আপনার লেখাটা | এগুলো দুঃস্বপ্ন চোখ খুললেই শেষ হয়ে যাবে | সেই দুরাশা সাথে করেই জেগে থাকি, ঘুমোতে যাই |
১৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
315041
আরিফা জাহান লিখেছেন : Yawn

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File