কোথায় কেউ নেই
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৩ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৮:৫৬ রাত
ভোরের আদুরে কোমল আলোটা কখন দেখেছিলাম ?
ভুলতে বসেছি !
মধ্যাহ্নের ঝাঁঝালো প্রখর আলোকরশ্মিটাই যে আসে ললাট বরাবর ।
তপ্ত রাজপথ ,শত কোলাহল আর শ্রান্ত এ মন যখন দিন শেষে ফিরে; ঘরে স্বাগত জানায় এক পৃথিবী নীরবতা, জড়িয়ে নেয় নিঃসঙ্গতা ।
চেনা পরবাস, অচেনা জীবন ।
নিস্তব্দ এ ঘরে পর্দার অল্প অল্প দুলুনিতে প্রতধবনিত হয় সারাদিনের শত কথ-হাসির প্রতিধ্বনি !
আর কেউ কথা বলে না ।
এত চেনা কত মুখ, কত মায়াভরা চোখ, কত বন্ধু ।
আপন কেউ নেই !
আকুল এ হৃদয় কান পেতে থাকে শুনবে বলে' ক্যামন আছিস ? এত শুকিয়ে গেছিস ! নিজের খেয়াল না রাখাটাই তোর জন্মের অভ্যাস ।
কিংবা
কি করছো এখন ? আমায় ভাবছিলে তাইনা ? কেমন কেটেছে তোমার সারাটা দিন ? ''
অবুঝ হৃদয়ের নিস্ফল কামনা !
এই অল্প চাওয়াটুকু না পেয়ে বুকের জগদ্দল পাথরটাকে উগড়ে দিতে চায় চোখের নোনাজলে ।
এই বিষণ্ণ সন্ধ্যাটা কেন আসে !
বারবার !প্রতিদিন!
কোথায় লুকিয়ে আছে বৃষ্টিভেজা বাদল দিনের কদমফোঁটা সেই সন্ধ্যা ?
যে সন্ধ্যায় বাগান থেকে ভেসে আসবে ভেজা বেলী গন্ধরাজ আর কামিনীর ফুলের সাথে অচেনা বুনোফুলের গন্ধ ।
মা ডাকবে একসাথে মুড়িভাজা খেতে । বাবা তার দুরন্ত শৈশবের গল্প করবে ।ভাইবোন আর ছোটদের কোলাহলে ভরা সেই সন্ধ্যা ?
আজ আমার থেকে কোথায় লুকালো !
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব কঠিন জীবন,তারপরও জীবন তো থেমে থাকেন।
বেশী খারাপ লাগলে দেশে চলে আসেন পাকাপাকি ভাবেই ।
মন্তব্য করতে লগইন করুন