কোথায় কেউ নেই

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৩ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৮:৫৬ রাত

ভোরের আদুরে কোমল আলোটা কখন দেখেছিলাম ?

ভুলতে বসেছি !

মধ্যাহ্নের ঝাঁঝালো প্রখর আলোকরশ্মিটাই যে আসে ললাট বরাবর ।

তপ্ত রাজপথ ,শত কোলাহল আর শ্রান্ত এ মন যখন দিন শেষে ফিরে; ঘরে স্বাগত জানায় এক পৃথিবী নীরবতা, জড়িয়ে নেয় নিঃসঙ্গতা ।

চেনা পরবাস, অচেনা জীবন ।

নিস্তব্দ এ ঘরে পর্দার অল্প অল্প দুলুনিতে প্রতধবনিত হয় সারাদিনের শত কথ-হাসির প্রতিধ্বনি !

আর কেউ কথা বলে না ।

এত চেনা কত মুখ, কত মায়াভরা চোখ, কত বন্ধু ।

আপন কেউ নেই !

আকুল এ হৃদয় কান পেতে থাকে শুনবে বলে' ক্যামন আছিস ? এত শুকিয়ে গেছিস ! নিজের খেয়াল না রাখাটাই তোর জন্মের অভ্যাস ।

কিংবা

কি করছো এখন ? আমায় ভাবছিলে তাইনা ? কেমন কেটেছে তোমার সারাটা দিন ? ''

অবুঝ হৃদয়ের নিস্ফল কামনা !

এই অল্প চাওয়াটুকু না পেয়ে বুকের জগদ্দল পাথরটাকে উগড়ে দিতে চায় চোখের নোনাজলে ।

এই বিষণ্ণ সন্ধ্যাটা কেন আসে !

বারবার !প্রতিদিন!

কোথায় লুকিয়ে আছে বৃষ্টিভেজা বাদল দিনের কদমফোঁটা সেই সন্ধ্যা ?

যে সন্ধ্যায় বাগান থেকে ভেসে আসবে ভেজা বেলী গন্ধরাজ আর কামিনীর ফুলের সাথে অচেনা বুনোফুলের গন্ধ ।

মা ডাকবে একসাথে মুড়িভাজা খেতে । বাবা তার দুরন্ত শৈশবের গল্প করবে ।ভাইবোন আর ছোটদের কোলাহলে ভরা সেই সন্ধ্যা ?

আজ আমার থেকে কোথায় লুকালো !

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380639
১৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৫:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : আপু চমৎকার লেখা, এখনো কি টার্কিতে আছেন। বিদেশে সবাই আমরা একাএকি।
খুব কঠিন জীবন,তারপরও জীবন তো থেমে থাকেন।
১৩ ডিসেম্বর ২০১৬ রাত ১১:২২
314982
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ! জী এখনো টার্কিতে আছি ।
380643
১৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:০১
হতভাগা লিখেছেন : ম্যাম , বিদেশে সেটেল্ড হলে দেশের জন্য এরকম হাহাকার লাগবেই ।

বেশী খারাপ লাগলে দেশে চলে আসেন পাকাপাকি ভাবেই ।
১৩ ডিসেম্বর ২০১৬ রাত ১১:২৪
314985
আরিফা জাহান লিখেছেন : ইনশাল্লাহ নিজের দেশেই ফিরে আসব ভাইয়া । পড়ালেখটা শেষ করেই Happy
380645
১৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:২৫
তবুওআশাবা্দী লিখেছেন : বিউটিফুল ! খুবই ভালো লাগলো |
১৩ ডিসেম্বর ২০১৬ রাত ১১:২৪
314986
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ
380697
১৪ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৩১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । Good Luck । আরো লিখুন । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১৪ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৩৮
315020
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
380863
২২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:১৩
নিশা৩ লিখেছেন : আপনার পথ চলা সহজ হোক এই শুভকামনা রইলো।
২৩ ডিসেম্বর ২০১৬ রাত ১১:১৭
315122
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File