agitated :( :(
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৯ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:৪৩ দুপুর
যাচ্ছে সময়,চলছে মানুষ
ঘুরছে যুগের চাকা,
ভরছে জগত আমজনতায়
বাড়ছে ফাঁকা মাথা ।
আবেগ-বুদ্ধি, বিবেক-জ্ঞান
সব হারিয়ে আজ,
উল্টাপাল্টা চাল চলনে
গিইল্লা খাইছে লাজ ।
মরছে মানুষ, জ্বলছে সমাজ
পুড়ছে পুরো দেশ,
তারপরেও থামেনা ঢোল
আছে নাকি বেশ !
উপর তলার আমলা কাম্লার
হাঁকডাকেরই ডরে
মধ্যেবিত্তের চাকায় পিষে
অর্ধেক মানুষ মরে ।
স্কুল,কলেজ আর ভার্সিটিতে
দুর্নীতির সব খেলা
ক্যামনে রে ভাই মানুষ হবো
চিন্তা যে হয় ম্যালা ।
অশ্লীলতার অপঘাতে
ধুঁকছে পুরো দেশ,
উড়নচণ্ডী চলাফেরায়
হচ্ছে শালীন শেষ ।
শুকুনের চোখ পড়ছে দেশে
লাগছে রে দ্যাখ খরা,
মানুষের প্রতি ভালবাসা
যেখানে আজ মরা ।
যেদিকে চাই,যেদিকে যাই
অস্থিরতার ছোঁয়া,
শান্তি সুখের হাওয়া ত সেই
কবেই গেছে খোয়া!
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন