শিরোনামহীন
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:০১:০৭ রাত
যখন জ্যোৎস্নার আলো খেলবে সমুদ্রের
ঢেউয়ের সফেদ চূড়ায়!
নীলতট ছোঁয়া ঘুমন্ত মেঘগুলো
স্পর্শ করতে চাইবে মন, আর
ঝিকিমিকি তারার আলোয় হাসবে মরুর বালুকনা,
আকাশপানে চেয়ে মিতালী করতে চাইবে পাহাড় !
প্রিয়তম ! সেই অনুক্ষণে তোমার চোখের
তারায় দেখব আমার পৃথিবী ।
বেলা শেষে কাছে এসে ধরে দুটি হাত,
শুনিও গান তোমারই সুরে ।
প্রিয়তম ! ভালবাসি তোমায় ।
একি মায়া তোমার ! যাদুভরা তোমার
ওই সুরের লহরী !
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন