আমার ছোট্ট খালামনি
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৬ জানুয়ারি, ২০১৫, ১২:০৯:৩৪ রাত
ক্লাসে যাওয়ার আগে নরম ছোট ছোট হাত দিয়ে গলা জড়িয়ে ধরে খালামনি তুমি ইশকুল থেকে কখন আসবা ?
আমার জন্য অনেক চকলেট মিমি আর এত্তগুলা চিপস আনবা ......
আচ্ছা সোনা সঅঅঅব আনব ।
খালামনি তুমি কত্ত ভালো আর মামা পচা ....
কেন মামা আবার কি করল ?
মামা ইশকুল থেকে কিচ্ছু আনেনা
( হে হে হে কি উদ্ভুত আর স্বার্থপর বিচার ... ললিপপ আর চিপসের পরিমাণ দিয়ে মামু খালার ভাল পচা নির্ণয় )
আয়নার সামনে বসে খালামনির কসমেটিক্সের বাক্স দখল করে মনের মত করে সাজা !!
চোখের চারপাশে কাজলের সিমারেখা টেনে আঁকাবাঁকা হাতের চিহ্ন .... ঠোঁটের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে লিপিসটিক ঘষে ঘষে ঠোঁটের আসল মানচিত্র হারিয়ে ফেলা .....হাতে পায়ের ক্রিম মাথায় মুখে মেখে সেই সাথে সাদা ঘামাচি পাউডার ! দেড় আঙুল চুলে নানা রঙের ক্লিপ উল্টাপাল্টাভাবে আটকিয়ে খালামনির একটা বড় উড়না শাড়ির মত করে পেঁচিয়ে হাতে চুড়ি পড়ে সামনের আয়নাতে সদ্য সাজা লিলিপুট সঙটাকে ( তাকে )দেখে নাকে মুখে পরম পরিতৃপ্তির ভাব নিয়ে । খালামনির বড় বড় জুতা পরে ঠক ঠক করে নানাভাইয়ের কাছে যায় ।
নানাআআ দেকো কি ছুন্দল বউ ছাজছি .......
নানা হাসি চেপে আদুরে গলায় বলে উওও মাশাল্লাহ ! আমার নানুভাইকে কি সুন্দর লাগছে !!
তখন তার মুখভরা সেকি খুশী !
তারপর সবার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় রঙবেরঙর বাহারি সাজ প্রদর্শন করতেই মামা মজা করে মুখ ভেংচিয়ে বলল এহহে এই পচা ভুত আসল কোত্থেকে ।
অমনি সব ভুলে নাআআআ আমি পচা ভুত নাআআআ .... আমি ভালঅঅঅ .....আমি ছুন্দল বউ কান্না শুরু ।
পড়ার সময় এসে ..খলামনি কি কর ?
পড়ি মামনি ।
কি পড় ?
বই পড়ি ।কি বই পড় ?
আমার বই .......যাও সোনা আম্মুর কাছে যাও ।
খালামনি এটা কি ? ওটা কি ? এটা এমন কেন ? হাজার প্রশ্নে বিরক্ত হয়ে যখন বলতাম যাআআওও এখান থেকে তখন মুখ ভার করে ঠোঁট ফুলিয়ে বলত .....তুমি পচা হয়ে গেছো ।
কোথাও বেড়াতে নিয়ে গেলে গাড়িতে উঠলে কোলে বসবেনা তাকে সিটে বসতে হবে !
খাওয়ানোর সময় গল্প শোনাতে হবে । বাটিতে পানি নিয়ে জলতরঙ্গ বাজাতে হবে ।
ঘুম পাড়ানোর সময় গান গাইতে হবে । নানুবাড়িতে আসলে যত আবদার এই খালামনির কাছে ।
কোথা থেকে আসলে দউরে এসে কোলে উঠে ইনিয়ে বিনিয়ে বলত .. খালামনি কই ছিলা তুমি ?
আমি তোমার জন্য কত্ত কাঁদছি ।
আজ কত দিন হয়ে গেল আমার এই ছোট্টসোনা খালামনিটাকে দেখিনা কতদিন হয়ে গেল কেউ এসে নরম তুলতুলে গালের সাথে গাল মিলিয়ে জড়িয়ে ধরে আদুরে গলায় বলেনা ..তুমি খালি আমার খালামনি ।
( মারে তুই ভাল থাক । সুস্থ আর নিরাপদে থাক তোর খালামনি এটাই শুধু চায় !!)
.
বিষয়: বিবিধ
২৪৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজার ব্যাপার ওইটুকুন বাচ্চাদের একান্ত একটা ব্যক্তিত্ব আছে
তবে কেন যেন মনে হয়
একটা পরিবেশে গিয়ে ওখানে যে শিশু আছ ওদেরকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলে পরিবার সম্পর্কে ধারণা পাওয়া যায়
।থাক সুস্থ আর নিরাপদে সব খালামনিরা এই প্রার্থনা
।
খালা মনি তো তার বোনঝিকে দেখেও আসতে পারে , তাহলে তো সে আরও খুশি হবে ।
মন্তব্য করতে লগইন করুন