ভালোবাসি মা

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০২ জানুয়ারি, ২০১৫, ০১:০২:০৬ রাত

মা তোমায় আজ বড্ড মনে পড়ছে । তোমার মমতামাখা মুখটা দেখতে মনটা ব্যাকুল হয়ে আছে । জানিনা কতদিন কতমাস কতবছর পর তোমার পবিত্র মুখখানা দেখতে পাবো ! স্পর্শ পাবো তোমার মমতামাখা ভালোবাসার কোমল পরশের ! আজ কতদিন হয়ে গেলো মা তোমাকে দেখিনা ! মা তোমার জন্যই এই পৃথিবীতে আমি আসতে পেরেছিলাম । তুমিই আমাকে পরম মমতাই আগলে বড় করেছ । তোমার সুন্দর ভাবনায় রাঙিয়েছ আমার জীবন । আমার সুখের জন্য সব কষ্ট হাসিমুখে মেনে নিয়েছো । মা এখন কেউ আমার পথ চেয়ে বসে থাকেনা স্কুল থেকে ফেরার অপেক্ষায় । রাত জেগে বই পড়লে কেউ এসে বকা দেয়না । মা ঘরে ফেরার পর কেউ আমার কপালে নির্মল ভালবাসার চুমু এঁকে দেয়না তোমার মত ।

তুমি আমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত ।

মা তোমার কাছে এসে তোমার ভালবাসামাখা আদর শাসন পেতে ইচ্ছে করে !

তোমার মুখটা দেখতে বুকেরভেতরটা হাহাকার করে মা ! মনে পড়ে আমার সাফল্যে তোমার উছছসিত রাঙা মুখ। আমার কষ্টে অশ্রু ভেজা ব্যাথিত তোমার দুটি আঁখি ।

মাগো তোমার সেই আদরের ছোট মেয়েটার বুকের ভেতরটায় তোমাকে না দেখতে পাওয়ার শূন্যতা গুমরে গুমরে কাঁদে । বুকের কষ্টের পাথর ভেঙে কপোল বেয়ে ঝরে তপ্ত নোনাজল ।

স্রষ্টার কাছে প্রার্থনা করি মা তুমি ভালো থাকো সুস্থ থাকো !!!!!

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298698
০২ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৪
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সবার মাকে ভাল রাখুন ।আমীন ।
298699
০২ জানুয়ারি ২০১৫ রাত ০২:৪৩
আরিফা জাহান লিখেছেন : আমীন
298720
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৮
হতভাগা লিখেছেন : মাকে যদি এতই ভালোবাসেন , মায়ের জন্য যদি মনটা খারাপ হয়ে থাকে তাহলে চলে আসেন দেশে ।

দেশে কি বিশ্ববিদ্যালয় বা চাকরির অভাব পড়েছে ?
298748
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
298749
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File