আমার দিনলিপি

লিখেছেন লিখেছেন সামিউল ইসলাম ০৭ মে, ২০১৪, ০৯:০৪:৫৭ রাত

আমি কেমন আছি জানি না ।

আমার কষ্টগুলো খুব সুখেই দিন কাটাচ্ছে ,

প্রতিদিন নতুন নতুন সঙ্গী জুটছে তাদের ।

আর,সুখগুলো তো বহু আগেই শীত নিদ্রায় গেছে ,

আবার কবে জাগবে জানি না ।

স্বপ্নগুলো ব্যস্ত রঙ বদলে

সবুজ থেকে হলুদাভ,

এরপর মলিন ধুসর ।

এভাবেই কাটছে জীবন ,

আমার সাধের জীবন !

বিষয়: সাহিত্য

৯৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218767
০৭ মে ২০১৪ রাত ০৯:৫৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ Day Dreaming Day Dreaming Day Dreaming
218779
০৭ মে ২০১৪ রাত ১০:৫৩
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File