আমি আর আমার একাকীত্ব
লিখেছেন লিখেছেন সামিউল ইসলাম ০৭ মে, ২০১৪, ০৬:৩০:৪২ সন্ধ্যা
আমি আর আমার একাকীত্ব
দুজনে মিলে বেশ আছি।
ষোড়শী কন্যার চাইতেও বেশি রূপবতী আমার একাকীত্ব,
তার হৃদয় শরতের কাশফুলের চাইতেও বেশি শুভ্র ,
বসন্তের নতুন কুড়ির চাইতেও সে বেশি পবিত্র ।
বেশ আছি,
আমি আর আমার একাকীত্ব।
সবকিছু যখন আমায় ছেড়ে দূর বহুদূরে
দূর আকাশের অনুজ্জ্বল নক্ষত্রের মত;
তখন,পরম সোহাগে আপন করে নিয়েছে আমায়
আমার একাকীত্ব ।
বেশ আছি।
বেশ থাকবো।
বিষয়: সাহিত্য
১৭৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কবিতাটা সুন্দর হয়েছে দারুণ।
মন্তব্য করতে লগইন করুন