নির্মম সত্য হলো মৃত্যু
লিখেছেন লিখেছেন কবরের ডাক ২৬ জুন, ২০১৪, ০৪:০০:৪০ বিকাল
পৃথিবীর সবচেয়ে বাস্তব এবং নির্মম সত্য হলো মৃত্যু। একমাত্র এটারই গ্যারান্টি আছে আর অন্য কোনো কিছুর গ্যারান্টি নেই। জন্মালে মরতেই হবে এটাই সৃষ্টির নিয়ম।
কিন্তু আমরা জানার পরেও কী এ ব্যাপারে সচেতন? ফিরে যাবার পর আমাদের সকল কাজের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহী করতে হবে। আপনি আমি কী এ ব্যাপারে প্রস্তুত?
হাশরের মাঠে ৫টি প্রশ্নের জবাব দিতে না পারা পর্যন্ত একজনও একটা ধাপও ফেলতে পারবে না। আর যে বিষয়ে বেশি জিজ্ঞাসা করা হবে তা হলো যৌবনকাল আমরা কীভাবে কাটিয়েছি তার ওপর। আমরা কী হলফ করে বলতে পারব যে, আমরা আমাদের যৌবনকাল এমনভাবে পার করেছি বা করছি যার জন্য জবাব দিতে কোনো বেগ পেতে হবে না?
বন্ধুগণ! তাহলে আর অপেক্ষা কেন? আসুন, সুন্দরের ছায়াতলে। নিজেকে আল্লাহ তায়ালা সন্তুষ্টি লাভের উসিলা হিসেবে গড়ে তুলি।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন