দেশটা রসাতলে যাক....
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:২৫ সকাল
দেশটা রসাতলে যাক....
ম্যানহোল গুলো খোলা থাক
নীরব আর জিহাদেরা মরে যাক
ফেসবুক বন্ধ থাক
রাজনের মত শিশুদের খুনিরা মুক্ত থাক
গণতন্ত্রকামীরা কারাগারে থাক
সব অপকর্ম চলতে থাক
প্রতিবাদ নিপাত যাক
প্রশ্নপত্র ফাঁস চলতে থাক
মেধাবীরা ঝরে যাক
অশিক্ষিতরা ডাক্তার হউক
সু-সিকিৎসার পতন হউক
শিক্ষার হার বৃদ্ধি হউক
মেধাবীর হার হ্রাস হউক
শিক্ষাঙ্গনে সন্তান বেড়ে যাক
খুনোখুনি চলতে থাক
শিক্ষকেরা চুপসে থাক
দুর্নীতিবাজের জয় হউক
সৎ মানুষের পতন হউক
সবলেরা সবল হউক
দুর্বলেররা দুর্বল হউক
মদ গাজাঁ চলতে থাক
ঐশীদের সৃষ্টি হউক
মসজিদ মাদ্রাসা কমানো হউক
পতিতালয় বাড়ানো হইক
ধর্মীয় বই নিষিদ্ধ করা হউক
চটি বই উন্মুক্ত করা হউক
সৎ মানুষের ফাঁসি হউক
অসৎ মানুষ ক্ষমতায় থাকুক
তবে তাহলেই........
দেশের মানুষ শান্তি পাবে
গণতন্ত্রের মুক্তি হবে...
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গরু আতুজুরি !
ক্ষমতার মেলেরিয়ারা ঝুট বেঁধেছে রক্ত খাবে,
জীবন বাঁজির পণ করেছে সর্বনাসিবে-
রক্তস্রোতে গাঁ ভাসাঁবে দিনে দুপুরে...
আজ বড় অসময় জনগণের-
হাত নড়েনা পা নড়েনা রক্তঝরে,
প্রতিশোধের স্টিম রোলার বুকের উপর
পিচাশ হাঁসে-পিত্ত্বি জ্বালানো অট্রহাঁসি
***************************
অনেক ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন