নতুন ব্লগার হিসেবে প্রথম কিছু কথা (about the complete code of life)
লিখেছেন লিখেছেন রাজাকার ফারহান ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:২৬ সকাল
ইসলাম যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে; তার মধ্যে পরিবার হচ্ছে এক গভীর সমুদ্র,যার পরিচালনার মধ্যে জীবনের প্রতিটি বিষয়ই নিহিত।পরিবারকে যদি আল্লাহর আরশ থেকে আগত বিধানমতে পরিচালনা করা হয়,তাতে দুনিয়াবাসী কি ভাবলো না ভাবলো তার পরোয়া না করা হয় বা দুনিয়ার ক্রিয়া প্রতিক্রিয়া থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নেয়া হয়,তাহলেই ইপ্সিত ফল আশা করা সম্ভব। ...
এর উৎকৃষ্ট উদাহরণ আল্লাহর কালামেই পাবেনঃ ﻭَﺇِﻥِ ﺍﻣْﺮَﺃَﺓٌ ﺧَﺎﻓَﺖْ ﻣِﻦْ ﺑَﻌْﻠِﻬَﺎ ﻧُﺸُﻮﺯًﺍ ﺃَﻭْ ﺇِﻋْﺮَﺍﺿًﺎ ﻓَﻠَﺎ ﺟُﻨَﺎﺡَ ﻋَﻠَﻴْﻬِﻤَﺎ ﺃَﻥْ ﻳُﺼْﻠِﺤَﺎ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﺻُﻠْﺤًﺎ ۚ ﻭَﺍﻟﺼُّﻠْﺢُ ﺧَﻴْﺮٌ ۗ ﻭَﺃُﺣْﻀِﺮَﺕِ ﺍﻟْﺄَﻧْﻔُﺲُ ﺍﻟﺸُّﺢَّ ۚ ﻭَﺇِﻥْ ﺗُﺤْﺴِﻨُﻮﺍ ﻭَﺗَﺘَّﻘُﻮﺍ ﻓَﺈِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻤَﺎ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ ﺧَﺒِﻴﺮًﺍ - সুরা আননিসা(১২৮) .
অবিশ্বাসীদের নিকট বোধহয় এটা নতুন করে প্রমাণ দেয়া লাগবে না যে...ঈশ্বরপ্রদত্ত সংবিধানের চেয়ে উত্তম কিছু হতেই পারে না... এমনকি; এর কাছাকাছি সামঞ্জস্যশীল কোনও বিকল্পও অসম্ভব।
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন