ভাগ, তোর কোনো কেইস নেই

লিখেছেন লিখেছেন হরিপদ ১৮ জুলাই, ২০১৪, ০৮:১৯:১০ সকাল



থানার এক কেরানী " ঙ্গ " লিখতে পারত না,একদিন তার কাছে এক জেলে াাসল কেইস লেখার জন্যে।

কেরানী: এসো, কি নাম তোমার ?(কেরানী খাতা কলম নিয়ে রেডি)

জেলে: আজ্ঞে, আমি গঙ্গা রাম গাঙ্গুলী।

একটু ঢোক গিলে এবং লেখা বাদ দিয়ে কেরানী বলল, তা তোমার বাবার নাম ?

: জি, নাঙ্গানন্দ গাঙ্গুলী

মায়ের নাম : আজ্ঞে, অঙ্গনা দেবী

হুম...বাড়ি কোথায় ?

: বঙ্গবাজার

কেরানীর মাথায় কিডনী উঠে গেল, সবকিছুতে ঙ্গ দেখে। বিরক্ত হয়ে আবারও বলল,তা কি হারিয়েছে ?

: আজ্ঞে, তালের ডোঙ্গা।

চরম ক্ষেপে: তা ডোঙ্গা ছিল কোথায় ?

জেলে: আজ্ঞে, ডোঙ্গা তো ডাঙ্গায় ছিল।

কেরানী ক্ষেপে গিয়ে বলল-হারামজাদা ভাগ, তোর কোনো কেইস নেই....

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245685
১৮ জুলাই ২০১৪ সকাল ০৯:০১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : যাক তারপরেও অন্তত একটি কেইস থেকে পুলিশ-আদালত, বাদি-বিবাদি, উকিল-পেশকার-মোক্তার-মুহুরি সবাই রেহাই পেল ।
245753
১৮ জুলাই ২০১৪ দুপুর ০২:২০
একজন বীর লিখেছেন : হা হা হা!!
254900
১৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০০
আহ জীবন লিখেছেন : উদর পিণ্ডি বুদর ঘাড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File