আশা করি যুদ্ধটা এবার একতরফা হবেনা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুলাই, ২০১৪, ০৮:৪৩:৫২ সকাল
মিশরের যুদ্ধ-বিরতি প্রস্তাবটি ফিলিস্তিনের জন্য অপমানজনক হলেও ভেবেছিলাম হামাস শেষ পর্যন্ত মেনে নেবে, কারণ ঈসরাঈল এলোপাথারি সিভিলিয়ান হত্যা করে যাচ্ছে। কিন্তু হামাস হয়তো ইসরাঈলকে গাজার ভেতর টেনে নিতে চাইছিল তাই বিপুল ক্ষতি জেনেও খুবই রিস্কি একটা গেম খেলছে। ইসরাঈল ইতোমধ্যেই গাজার স্হল-আক্রমণ শুরু করেছে। আশা করি যুদ্ধটা ইসরাঈলের জন্য আর পিকনিক হবেনা।
মৃত্যু-পিয়াসী একটা প্রাণ আর ট্যাংকখেকো জ্যাভিলিন থাকলে মারকাভা বা আব্রাহাম কোনটাই দূর্ভেদ্য নয়। ফিলিস্তিনীদের পর্যাপ্তই আছে ওগুলু। আল্লাহ্ মুজাহিদদেরহাতকে শক্তিশালী করুণ।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ ফিলিস্তিনিদের সহায় হোন ।
মুমিনরা চিল্লাপাল্লা, আল্লাহু আকবর....... সমানেই করছে। আর কবে গর্দানের উপর আঘাত! মুমিনের নিক্ষিপ্ত রকেট মাটিতে পরার আগেই কাফেদের আয়রন ডোম তা নিঃস্কৃয় করে দেয়। কাফেররাই মুমিনদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছে। অবস্থা বেগতিক আঁচ করতে পেরে আল্লা চম্পট দিয়েছেন।
আল্লাহ ! তুমি ইসরায়েলী ও ইহুদীদের দুনিয়া থেকে নিশ্চিন্হ করে দাও এবং পরকালে জাহান্নামের সর্বনিম্নস্তরে দাখিল কর - আমিন
সুইসাইড এটাক এর মুখে ট্যাংক বিশেষ কার্যকরি অস্ত্র না। সবচেয়ে ভাল ট্যাংক এর ও টপ স্পিড ৭০ কিমি এর বেশি হয়না। আর ফায়ারিং এর সময় এটা ৩০-৪০ কিমি এর মধ্যেই থাকে।
মন্তব্য করতে লগইন করুন