মাগো তোমায় মনে পরে বার বার

লিখেছেন লিখেছেন নিরিহ মানুষ ০৩ মে, ২০১৪, ০৮:১৯:৫৯ রাত

মা আজ ৪ বছর ,কেমন আছো জানিনা,আজ কেমন জানি মনে পড়ছে বার বার ।মা, আমি যদি পাখি হতে পারতাম, তোমার কাছে উড়ে এসে কাছ থেকে মা বলে ডাকতাম।মা কত না ইচছা করে তোমার হাতের খাবার খেতাম,মা তোমার সাথে কত না রাগ করেছিলাম ,রাগ করে খেতাম না ,তোমিও না খেয়ে থাকতে ।আজ কার ও সাথে আমার রাগ নাই,কেউ খাবার সময় হলে বলে না, খোকা খাবার সময় হয়েছে খেয়ে যা।

মাগো আজ বাহিরে যাবার সময় বলেনা ,ধর... এই টাকা রাখ ,

মাগো এই দুনিয়া টা খুব খারাপ ,কেন তোমাকে আামার কাছ তেকে আলাদা করে রাখল,,,,,,,,,,,,,,,,,,জানি না মা,,,,,,,,,,,,,,,,,,,

বিষয়: বিবিধ

১৯১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217051
০৪ মে ২০১৪ রাত ০১:৪০
সুমাইয়া হাবীবা লিখেছেন : সত্যিই বলেছেন ভাই। বাবা মা যে কি জিনিস..দুরে গেলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়!!!
217063
০৪ মে ২০১৪ রাত ০২:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : মা তো মা ই। এই পৃথিবীর বাস্তবতাকেও মেনে নিতে হবে। দোয়া করি আল্লাহ আমাদের বাবা মাকে সুস্হ রাখুন।
217070
০৪ মে ২০১৪ রাত ০৩:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মায়ের জন্য সন্তানের ভালবাসা দেখে অনেক ভালো লেগেছে ,,আপনার মায়ের জন্য দোয়া রইলো ,,
আপনি লিখেন বেশি করে লিখেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File