লাজ-লজ্জার বিবর্তন

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ৩১ মে, ২০১৬, ০৭:৫৬:৩৫ সন্ধ্যা

আমাদের সময় প্রেম, লাভ, আই লাভ ইউ এই সব শব্দ বাক্যগুলো আমাদের লাজুক করে দিত, মেয়েদের সাথে কথা বলা যেমন পরশের ব্যাপার তেমনি এটি সাহসিকতার চিহ্ন ছিল, সবাই পারত না, অল্প কয়েকজন ছাড়া।মনে হয় এতেই বেশী রুমান্স ছিল। কিন্তু নাহিদের প্রজন্ম সব স্তর পার হয়ে প্রকাশ্যে আয়োজন করে জড়াজড়ি করতেও লজ্জা পায় না। তাদের কাছে আমরা সেকেলে, অনাধুনিক, অবৈজ্ঞানিক!

কিছুদিন আগে রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীদের প্রেমের প্রস্তাব বিষয়ক ভিডিও ভাইরালের পর ১১ শিক্ষার্থীর সাজা গড়িয়েছে শিক্ষামন্ত্রী পর্যন্ত। কলেজ কতৃপক্ষের কাজে এই কর্ম অপছন্দনীয় ও বিব্রতকর মনে হলেও শিক্ষামন্ত্রীর কাজে তা বেশ আকর্ষনীয় ও এপ্রিশিয়েটিভ মনে হয়েছিল। আর আজকে আরেকটা ভিড়িও ভাইরাল হল তাতে দেখা যাচ্ছে ফ্লিম স্টাইলে প্রেমপ্রস্তাব দিচ্ছে একজন স্কুল ছাত্র, আর স্কুলছাত্রীটি বেশ আমেজেই জড়াজড়ি করে ফিনিশিং দিচ্ছে।

নাহিদের যৌনশিক্ষার সুফল জাতি এভাবে পাচ্ছে পাবে। বাংলা সিনেমার বেহাল দশা মনে হয় নাহিদের প্রজন্ম দূর করে দিতে পারবে! ছাত্রদের যদি সিগারেট খাওয়াইয়া কুফল শিখান, এরা সিগারেট খাওয়ার মজা পেয়ে সিগারেট খাওয়া শুরু করবে। যেমন কিছু টেলিভিশন প্রচার করছিল কিভাবে পেট্রোল বোমা বানায়, এই ধরনের প্রচারে বোমা বানানো শিখানো যায়, বোমাবাজি রোধ করা যায় না।

শিশু-কিশোর বয়সে ভাল জিনিসগুলোর পরিচয় তুলে ধরতে হবে। সতর্ক থাকতে হবে মন্দকাজ থেকে বাচাতে গিয়ে যেন মন্দকাজের প্রশিক্ষণ দিয়ে না ফেলি।

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370555
৩১ মে ২০১৬ রাত ০৮:১৪
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আমরা সেকেলে এতেই কল্যাণ।
370556
৩১ মে ২০১৬ রাত ০৮:৩২
কুয়েত থেকে লিখেছেন : নাস্তিক কুলাংগার শিক্ষামন্ত্রী নাহিদের যৌনশিক্ষার সুফল জাতি এভাবেই পাচ্ছে পাবে এবং আগামীতে আরো কতযে নোংরামি দেখতে হবে এই জাতিকে তা আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ
370585
০১ জুন ২০১৬ সকাল ০৯:১৩
হতভাগা লিখেছেন : এখনকার জামানার পোলাপানরা সাদা মনের । কোন লুকোছাপা নেই আগের আমলের বাপ-দাদাদের মত ।

যা হবে সব ওপেনলিই হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File