বাড়ছে জিপিএ ৫, কমছে শিক্ষার মান

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ৩০ মে, ২০১৬, ০৭:৩১:০৩ সন্ধ্যা

ব্লু-ফিল্ম কি?, পর্নোগ্রাফি কি? গর্ভধারণ কী?’ লোম গজানো, প্রজনন অঙ্গ বড় হয়ে ওঠে, বীর্যপাত , কিশোরীদের স্তন বৃদ্ধি পাওয়া, ঋতুস্রাব ও মাসিক , ঊরু ও নিতম্ব ভারী হওয়া, প্রেম-ভালবাসা, মেয়ে পঠানো, ইভটেজিং, ফেসবুক, ইমু , চেটিং ইত্যাদি বিষয়ে প্রশ্ন করলে আমাদের ছেলেমেয়েদের দক্ষতার প্রমাণ পাওয়া যেত। যাদের শেখানো হয় পরস্পরের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশে দূষ নেই, সম্প্রতি নাহিত সাহেব আরেক তত্ত্ব বের করেছেন, প্রেমের প্রস্তাব অন্যায় কিছু নয়।

জানা না থাকলে "না উত্তর" দিতে পারতো কিন্তু আন্দাজে উত্তর দেওয়াটা আরো মারাত্তক। আন্দাজে উত্তর দেওয়ায় পীথাগোরাস একজন উপন্যাসিকের খেতাব পেলেন! ভাগ্যিস বঙ্গবন্ধু কে ছিলেন এমন প্রশ্ন করে নাই। নাহিদের প্রোডাকশন উত্তর হত বঙ্গবন্ধু একজন রাজাকার ছিলেন!

সবই নাহিদ সাহেবের নেতৃত্বে কিছু অতি বুদ্ধিজীবীদের খেলার ফসল। বুদ্ধিজীবী হত্যার জন্য চারজনকে ফাঁসি দেওয়ার পরও বুদ্ধিজীবী দিবসকে পরিচিত করতে পারল না সরকার। মুক্তিযুদ্ধের নামে দেশের মানুষকে দুইভাবে বিভক্ত করা হল, তারপরও আওয়ামী সরকার ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস চিনাইতে পারল না! মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্রলীগ করেটা কি? হ চাপাতি চালানো শেখায়।

যে দেশে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে রাজনীতিবিদরা এক হতে পারেন না, চেতনায় না মিললে মুক্তিযুদ্ধাও রাজাকার হয়ে যায়, আবার চেতনায় মিললে চিহ্নিত রাজাকার মুক্তিযদ্ধা বনে যায়, সে দেশের অবস্থা এরুপ হতেই পারে।

মুক্তিযুদ্ধা থেকে রাজাকার হয়ে যাওয়া এমন এক বাইচান্স মুক্তিযুদ্ধার মৃত্যুবার্ষিকী আজ।সেনা চাউনী থেকে এমন গনতন্ত্র মনা শাসক ইতিহাসে আর নেই।শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অভিবাবকহীন বাংগালি জাতির হাল ধরেছিলেন এই ক্ষণজন্মা।এমন রাষ্ট্রনায়ক বারবার আসে না, কিন্তু ফুটন্ত ফুলকে বিকশিত হতে দেইনি এদেশের বিপদগামী কিছু সেনা। শেখ হাসিনা যেমন শেখ মুজিবের বিকল্প নয়, তেমনি খালেদা জিয়া বা তারেক জিয়া এই জিয়াউর রহমানের বিকল্প হতে পারেনি।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370492
৩০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
হতভাগা লিখেছেন : শিক্ষার মান কমে গেছে , দক্ষ লোকের অভাব দেখা দিয়েছে - এ ধোঁয়া তুলে পরীক্ষামূলকভাবে ভারত থেকে সরকারী কর্মকর্তা আসতে সুপারিশ করা হবে ।
370494
৩০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জিপিএ দিয়ে এখন ওই শিক্ষাই দেওয়া হচ্ছে।
370501
৩০ মে ২০১৬ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : "খালেদা জিয়া বা তারেক জিয়া এই জিয়াউর রহমানের বিকল্প হতে পারেনি।"হাজার কথার এক কথা-সহমত।
370503
৩০ মে ২০১৬ রাত ০৮:৩৯
সামছুল লিখেছেন : উন্নয়নের জোয়ারের নামে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে আগামী প্রজন্মকে যারা ক্ষতিগ্রস্থ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File