তনুর জন্য প্রতিবাদ বিচার চাওয়া বিশেষ গোত্রের জন্য মায়াকান্না।

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ০৩ এপ্রিল, ২০১৬, ১০:০৮:১৫ রাত



আমরা বিশেষ গোত্রের জন্য বিচার চাই...গলা ফাটাই।ইউপি নির্বাচনে যারা নিহত হল তাদের জন্য কেন বিচার চাই না? ভিন্ন মতের যে লোকদের সরকার ঠান্ডা মাথায় গুম করছে, পঙ্গু করছে, হত্যা করছে নিছক সরকার বিরুধী মতাদর্শের জন্য যা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, তাদের জন্য যখন শাহবাগ জ্বলে ওঠে না, ফেইসবুকে গণপ্রতিবাদ হয় না, তখন বুঝতে হবে, তনুর জন্য আমাদের এই বিচার চাওয়া, প্রতিবাদ করা বিশেষ গোত্রের জন্য মায়াকান্না। কারণ এই প্রতিবাদে নেই বিপদের শঙ্কা, কিন্তু আছে প্রগতিশীল ও চেতনাবাজ হওয়ার সুবর্ণ সুযোগ। তাই মধ্যপ্রাচ্যে আরব বসন্তের প্রতিবাদকারীদের মাঝে যে পরিবর্তনের গন্ধ পাওয়া গিয়েছিল আমাদের প্রতিবাদকারীদের মাঝে সেই গন্ধ পাওয়া যায় না।

সরকারের প্রতিনিয়ত হাস্যকর তামাশার নির্বাচন করছে গনতন্ত্রের নামে, কিন্তু সচেতন প্রগতিশীল মহলে এই নিয়ে উচ্চবাচ্য নেই, শাহবাগে আন্দোলন নেই, নেই ফেইসবুক টুইটারে প্রতিবাদের ঝড়। সরকারের এই সকল তামাশার নির্বাচন, স্বৈরাচারী শাসন থেকে যে ধর্ষকরা আস্কারা পাচ্ছে তার বোধ উদয় কিন্তু ফেইসবুকার বা শাহবাগীদের নেই। সরকার জানে এই সব প্রতিবাদকারীরা কাগুজে বাঘ। এরা গলা ফাটিয়ে সরকারের কিছু করতে পারবে না, এর দুই একটারে নাকানি চুবানি দিলে, সব ঠান্ডা হয়ে যাবে যেভাবে জোহাকে থেরাপি দেওয়া হয়েছে, তনুর ছোট ভাইয়ের বন্ধু নিখোঁজ, এই তনুর জন্য থেরাপি নাতো। এই প্রতিবাদ, বিচার চাওয়ায় যে প্রাণশক্তি নেই, এটা সুচতুর সরকার ভালভাবে জানে।

আগে শেখ হাসিনাকে ডাইনি বলতে শুনা যেত, পদত্যাগ চাওয়া হত, যা গনতান্ত্রিক সংস্কৃতির সরকারের সমালোচনার প্রচলিত পদ্ধতি। কিন্তু এখন তিনি দেশে এমন এক আবাহ সৃষ্টি করে ফেলেছেন কেউ শেখ হাসিনার পদত্যাগ আর কেউ চান না, এমন কি বিএনপি-জমায়াতও শেখ হাসিনাকে এখন সমীহ করে কথা বলেন, এটা উচ্চ রাজনৈতিক মুল্যবোধ থেকে হচ্ছে তা কিন্তু নয়, তা শেখ হাসিনার তৈরি করা ভীতকর আবহের ফসল।

তনুর জন্য শাহবাগে আন্দোলন হচ্ছে, ফেইসবুক ত্যানা ত্যানা হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল শুন্য। আমার কাছে এই সব ফ্যাশনাল প্রতিবাদ। এই প্রতিবাদ না করলে এখন প্রগতিশীল থাকা যায় না, আধুনিক হওয়া যায় না বা পাছে লোকে কিছু বলে তাই যেন এই বিচার চাওয়া, প্রতিবাদ জানানো। প্রতিনিয়ত হত্যা ধর্ষণ হওয়া স্বর্থেও তনু নাট্যকর্মী সেই সাথে হিজাবী হওয়ায় তাকে নিয়ে এত আগ্রহ।এর মধ্যে আরো যে মেয়ে গুলো ধর্ষণের স্বীকার হল, তাদের কোন খবর নাই। তনুর জন্য আন্দোলন দেখে মনে হচ্ছে এই দেশে এটাই প্রথম ধর্ষণের পর হত্যা!

আমাদের দেশের প্রথমশ্রেণীর জাতীয় দৈনিকগুলোর প্রথম দিকে তনু নিয়ে তেমন আগ্রহ দেখাইনি, কিন্তু ফেইসবুকে যখন পোলাপান প্রতিবাদের ঝড় তুলল, তখন পত্রিকাগুলোও তাল মিলিয়ে তনুকে নিয়ে রীতিমত মায়াকান্না শুরু করে দিয়েছে।আর এখন শাহবাগে লাটিমিছিল হয়, প্রতিবাদের নামে সাংস্কৃতিক সন্ধ্যা হয়। বিচার এর জন্য যেই দেশে এত আন্দোলন করা লাগে, তাতেই বুঝা যায় এই দেশ আসলেই হীরক রাজার দেশ।

এত আন্দোলনের পরও যখন তনুর খুনিদের গ্রেপ্তার নেই তখন বুঝতে হবে এর সাথে সরকারের স্বার্থের যোগসূত্র আছে, তা না হলে যে শাহবাগের ভয়ে সরকার আইন পরিবর্তন করে কাদের মোল্লার ফাঁসির পথ খুলে দিয়েছিল, সেই শাহবাগ এখন কাগুজে বাঘ কেন? যেই পুলিশের একাত্তরের ধর্ষক খুনীদের খোঁজে পেতে বেগ পেতে হয় না তাদের জন্য তনুর ধর্ষক খুনীদের ডিটেকশন ও ডিটেনশন কঠিন ও জটিল হওয়ার কোন কারণ থাকার কথা নয়।

মুলত জামায়াত ইস্যুতে সরকার ও শাহবাগীদের স্বার্থ এক ও অভিন্ন ছিল, তাই তখন শাহবাগীদের মনে হয়েছে সুন্দরবনের টাইগারের মত। কিন্তু আসলে তারা পুতুল খেলার বাঘ, সরকার নিজস্ব স্বার্থে এদের যখন দরকার সামনে নিয়ে আসে, যখন প্রয়োজন ফুরিয়ে যায় পাছায় দুটো লাথি ও বিরানি সরবরাহ বন্ধ করে দিলে শাগবাগীরা বুঝে ফেলে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, এবার বাডি চল। মুলত তনু ইস্যুটা কথিত প্রগতিবাদীদের দলীয় কর্মসূচির জন্য একটা গা গরম করার সাময়িক প্লাটফরম তৈরি করে দিয়েছে। তনু ইস্যুতে সরকার ও শাহবাগের স্বার্থ এক নয়, তাই শাহবাগের কাগুজে বাঘের গর্জনে সরকারের টনক নড়ছে না।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364591
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৭:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুজন হত্যার বিচার চেয়ে ক্যাম্পাস, প্রেসক্লাবে দুর্বার আন্দোলন হয়েছে কিন্তু শাহবাগিরা পাশ কেটে গেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা শাহবাগিদের ডাকে কেন বারবার বিভ্রান্ত হয়ে রাস্তায় নামছে, সেটাই বুঝে আসে না।

আপনি যথার্থই বলেছেন, সম্পূর্ণ ভিন্ন একটা জগতে তনুর হিজাব করে চলা, অতপর হত্যা, এটাই বামিস্টদের জন্য আন্দোলনের রসদ হিসেবে কাজ করেছে। হিজাব করেও তনু কেন........

364609
০৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৮
কুয়েত থেকে লিখেছেন : বিচার চাওয়া ভালো কথা কিন্তু ঘোলা পানিতে মাছ সিকারীদেরকে ধিক্কার জানাই। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File