গুম ও খুন কবিতা

লিখেছেন লিখেছেন বাশার ০২ মে, ২০১৪, ০২:৩৬:১০ রাত

গুম হয়েছে গুম...

গুম হয়েছে আমার ভাই

গুম হয়েছে গুম

কালকে তোমার হতেই পারে

ভাঙ্গতে হবে ঘুম.

পায়ের সাথে ইট ঝুলিয়ে

বস্তায় ভরে দেহ

পেট ফেড়েছে ডুবতে জলে

দেখতে নাপায় কেহ

এমন দেশে বাস করছি

সবই দেখি ঘুম

গুম হয়েছে গুম

গুম করছে কোন পিচাশে

বিবেক কী তার রুদ্ধ

বুকে পায়ে করছে গুলি

সাজিয়ে বন্দুক যুদ্ধ?

জেনেও সবাই ভান ধরেছে

জগৎ যেন নিঝুম.

গুম হয়েছে গুম

ক্ষুণ হয়েছে আমার ভাই

ক্ষুণ হয়েছে ক্ষুণ

আজ রয়েছে যেমন হারে

কালকে হবে দিগুণ.

ভাঙ্গতে হবে ঘুম

বিষয়: সাহিত্য

৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216412
০২ মে ২০১৪ দুপুর ১২:০৭
শুভ্র কবুতর লিখেছেন : ভাই,কবিতাটির লেখক কে?গত কালকেই এটি প্রকাশিত হয়েছে এখানে.ফেবুতেও কালকে.নাম দিতে হত.যেহেতু এটি একটি সাহিত্য কর্ম.
216432
০২ মে ২০১৪ দুপুর ১২:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File