অপহরণ থামছেই না
লিখেছেন লিখেছেন বাশার ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:৫০:৩৯ সন্ধ্যা
দেশের কোথাও না কোথাও প্রতিদিনই অপহরণ বা অপহরণের পর লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। কিন্তু কারা, কেন এসব ঘটাচ্ছে, তার কিছুই জানা যাচ্ছে না। ফলে এ নিয়ে দেশজুড়ে আতঙ্ক বাড়ছেই।
অভিযোগ উঠেছে, অপহরণের ঘটনাগুলোর কোনো তদন্তই হয় না। কোথাও চাপের মুখে পুলিশ অভিযোগ নিলেও তদন্ত হচ্ছে নামেমাত্র।
গতকাল মঙ্গলবার ঢাকার ধামরাই থেকে অপহূত হয়েছেন এক ব্যবসায়ী। নাটোরে অপহূত ভটভটিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ৪০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন আরেক ব্যক্তি। নোয়াখালীতে বিএনপির নেতা অপহরণের সাড়ে সাত ঘণ্টা পর এবং চট্টগ্রামে দুজন অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার হয়েছেন। রাজবাড়ী থেকে অপহূত গাড়িচালকের লাশ অজ্ঞাত হিসেবে দাফন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। পরে স্বজনেরা পোশাক দেখে শনাক্রেন।
বিষয়: সাহিত্য
৮৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন