মানুষ মানুষের জন্য।

লিখেছেন লিখেছেন বাশার ২৯ এপ্রিল, ২০১৪, ০৮:৫৬:১৩ সকাল

জাতিসংঘের এক অনুসন্ধানে দেখা গেছে পৃথিবীতে প্রতিদিন প্রায় ১৫০ কোটি মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায় আপনি নিজের চোখ খুললে দেখতে পাবেন কত মানুষ কত অসহায় জীবন যাপন করছে অথচ আমরা অনেকে খানা অপচয় করি।একটু ভাবুন তো ক্ষুধার্ত পথের মানুষ গুলোর কথা।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214715
২৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:০০
হতভাগা লিখেছেন : বাবার টাকায় KFC তে গিয়ে গার্লফ্রেন্ডের উদর পুর্তি করতে যখন যান, তখন সেখানে ঢোকার আগে যখন দেখেন ময়লা কাপড় পড়া ছোট একটা গরীব মেয়ে তার চেয়েও ছোট ভাইকে কোলে নিয়ে আপনার দিকে হাত পেতে আছে - এটা হচ্ছে বাস্তব চিত্র ।

জাতিসংঘের জরিপ তো আরও পরে । আপনার আমার আশে পাশেই তো এরকম অহরহ হচ্ছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File