শুভেচ্ছা বাণী
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৫ অক্টোবর, ২০১৪, ০৯:১৫:০৯ রাত
খুবি ব্যথিত হই যখন কেউ ঈদ মোবারকের বদলে হাম্বা মোবারক বলে। তারা কি উপলব্ধি করতে পারছেনা কি পরিমান গুরুতর অন্যায় করছে? মর্মাহত হই যখন দেখি আমাদের সমাজের এ+ সমৃদ্ধ শিক্ষিত জাতি বলদের মূখে ঈদ মোবারক লিখে ট্যাগ দেয়। তারা কি একবারও চিন্তা করে না কি করছে? যা অবস্থা শুরু হইছে কয়েক বছর পর দেখা যাবে সল্টু ভাইয়েরা ঈদের শুভেচ্ছা বিতরণের জন্য পোষ্টার ছাপাইছে যার এক পাশে থাকবে শংকর জাতের অষ্ট্রেলিয়ান বলদের ছবি আর আরেক পাশে সল্টু ভাইয়ের হাসি খুশি মুখখানি। মাঝ খানে চাঁদ তারা মিশ্রিত ঈদের শুভেচ্ছা বাণী। অবাক হওয়ার মতো কিচ্ছু বলিনি।
বিষয়: বিবিধ
১৮৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সবই এ+এর মহিমা!!
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন