"ধর্ম যার যার উৎসব সবার এক ধরেনর কুফরি মতবাদ"

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৪ অক্টোবর, ২০১৪, ০৩:১৯:২৩ দুপুর

ধর্ম যার যার উৎসব সবার। আসুন আমরা সবাই মিলে ধর্মীয় উৎসবগুলি উপভোগ করে ভাগাভাগি করে নেই। ইদানিং এই স্লোগান টি বেশ ফলাও করে আমাদের সামজে প্রচার করা হচ্ছে। পাবলিকও খুবি স্বাভাবিকভাবে গ্রহন করে ‍এই সিষ্টেমের মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। আর মানব জাতি একবার সিষ্টেমের আওতায় ঢুকে গেলে বেরিয়ে আসাটা বেশ কঠিন। আমি জানি এক সময় এই স্লোগানটি প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং একটি প্রতিষ্ঠান হিসাবে রুপ ধারন করবে।

আসলে ধর্ম খুবি স্পর্শ কাতর একটি বিষয়। কে কিভাবে গ্রহন করবে জানিনা। তবে ভুল না বুঝলেই প্রানে বাঁচি। ব্যাক্তিগতভাবে আমি কখনও কারো ধর্মীয় উৎসব গুলিতে ভাগ বসাতে পারবো না। কারন ধর্ম যেমন আমার ধর্মীয় উৎসবগুলিও আমার। ধর্ম যেমন আপনার ধর্মীয় উৎসবগুলিও আপনার। আমার ধর্মীয় উৎসব আপনার ধর্মের সাথে সাংঘর্ষিক কিনা জানিনা তবে আপনার ধর্মীয় উৎসবগুলি্‌ আমার ধর্মের সাথে সাংঘর্ষিক। একজন মুসলিমের জীবন যাপন একজন সেনাবাহীনির জীবন যাপনের মতো। একজন সেনাবাহীন যেমন নিয়ম শংখলা ভঙ্গ করলে বরখাস্ত হয় একজন মুসলিমও ইসলামের নিয়ম নীতি উপেক্ষা করলে ইসলাম থেকে বহিস্কৃত হয়ে যায়। যেখানে আমার ধর্ম অন্যান্য ধর্মীয় উৎসবে আমার এ্যাক্টিভিটিসের উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সেখানে ভাগাভাগি করার তো প্রশ্নই উঠেনা। তবে হ্যা, কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি অন্যান্য ধর্মালম্বীদের সাথে উত্তম আচরন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সুতুরাং এখানে ভুল বুঝার প্রসঙ্গই আসতে পারেনা।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271370
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৫
ফেরারী মন লিখেছেন : আমরা সবাই শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করি এবং উৎসব পালন করি এটাই হোক স্লোগান।
271375
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৮
সুশীল লিখেছেন : মাইনাস
271478
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৪
আনিস১৩ লিখেছেন : Agreed.
271481
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
আফরা লিখেছেন : ভাল লাগল ধন্যবাদ ।
271512
০৪ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এটি শয়তানী শ্লোগান

জীবন থেকে "ধর্ম"কে আলাদা ও নির্বাসিত করার ষড়যন্ত্র!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File