ইবলিস শয়তানের মুক্তি

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ৩০ জুলাই, ২০১৪, ০২:২৯:৪৪ রাত

দীর্ঘ এক মাস কারা বন্দীর পর বিশ্বের বিভিন্ন দেশের ইবলিস শয়তানেরা মুক্তি পাইলেও বাংলাদেশের ইবলিশ শয়তানরা এখনও বন্দী। আশা করি আজকেই তাদের মুক্তি দেওয়া হবে। ইবলিস শয়তানের অনুসারীরাও আজ থেকে বেশ তৎপর হয়ে উঠছে, তাদের মুনিবকে স্বাগতম জানাতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আগামীকাল শহরের বিভিন্ন পয়েন্টে ১০০০/২০০০ ওয়াটের স্পীকার লাগাইয়া ধুমধাম গান বাজনার মধ্যে দিয়ে ইবলিস শয়তানের অনুসারীরা তাদের মুনিবকে বরন করে নিবে। এসো হে ইবলিস এসো!!! মূল আসর কিন্তু বসবে ঈদের দিন সন্ধ্যার পর।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249411
৩০ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৬
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File