শিরোনামহীন
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৮ জুলাই, ২০১৪, ০২:১৪:৩৪ রাত
চীনে সংখ্যালগু মুসলিমদের রোজা রাখতে দেওয়া হচ্ছেনা তাতে আমরা ব্যাথিত না। বার্মায় পাখির মত গুলি করে মুসলিমদের হত্যা করা হচ্ছে আমরা মর্মাহত না। ইরাক সিরিয়া সহ কয়েক যুগেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর ভয়ংকর নির্য়াতনের দৃশ্য দেখে শুনেও আমরা মোটেও শোকহত না। টুকটাক যারা সমবেদনা জ্ঞাপন করে তাদের তালেবান জঙ্গী বলে ঠাট্র বিদ্রুপ করা হয়, পুলিশ দিয়ে গুম করে দেওয়ার হুমকি ধামকিও দেওয়া হয়। এই সব ব্যাপারে আমরা একদম নীরব হলেও দিমারিয়া নেইমারদের ব্যাপারে খুবি সরব। তাদের ব্যাথায় ব্যাথিত জাতি পাতি হাইব্বা গোষ্টি। বুক ফাটাইয়া ষ্ট্যাটাস দেই, কান্নার লোনা জল বঙ্গপোসাগর হয়ে ব্রাজিল আর্জেন্টিনার উপকুলীয় অঞ্চলে ঢেউ হয়ে আঘাত হানে।
যদি ব্রাজিলিয়ান সমর্থকরা ফাইজলামি হিসাবে না নেয় তাহলে আমি চাচ্ছিলাম নেইমারের ব্যাথায় ব্যাথিত হয়ে আসেন আমরা সবাই বিশ্বকাপ ফাইনাল পর্য়ন্ত শোক পালন করি। আসেন মেরুদন্ড বরাবর ব্যান্ডেজ করে ফটো তুলে সবাই প্রোফাইল পিক আপডেট করি। রেস্পেক্ট নেইমার লাল সালাম তোমায়, তোমার মেরুদন্ডের হাড় বিশ্বের সব গুম খুন ধর্ষন হওয়া হাড়ের চেয়েও দামী। তোমরা চোট লাগা দরদী মূখ খানির এক ঝলক মধ্য এশিয়ার নিস্পাপ শিশুদের লাশের চেয়ে মায়াবী। উম্মা উম্মা নেইমার লাভ ইউ টু মাচ প্রাউড টু বি এ বাঙ্গালী।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন