জাপান বনাম জাফলং
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ৩১ মে, ২০১৪, ০৬:১৪:২৫ সকাল
প্রধানমন্ত্রী গেছেন জাপান সফরে আর আমি যাচ্ছি জাফলং সফরে। সবকিছু ই সেইম সেইম শুধু “প” এর জায়গায় “ফ” আর “ল” এর জায়গায় “ন” আর কি! বাদবাকি উনেশকার বিষেরঘর পশন্ততত চান্ডুবিন্ডু এইগুলান আজকাল কেউ হিসাবে ধরে নাকি।
যাগ্গে, প্রধানমন্ত্রীরে স্বাগত জানাইতে বিমানবন্দরে আসছেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আর বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। দূতে দূতে মিলে স্বাগত জানইছে এক ভুতরে, কি মজা তাই না? এইদিকে আমারে স্বাগত জানাইতে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে শুরু করে জাফলং পর্য়ন্ত অপেক্ষা করছে শত শত বিকাশ এজেন্টের লোক। এজেন্টে এজেন্টে মিলে স্বাগত জানাইবে মাষ্টার এজেন্টের লোক মতলব আমাকে, কি দারুন! তাই না?
প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হইলো জাপানি সহযোগিতায় দেশ ও জাতির উন্নতি করা, মানব সেবা নিশ্চিত করে নিজের ভাবমূর্তি রক্ষা করা। আমারও উদ্দেশ্য সেইম সেইম বিকাশ কোম্পানীর সহযোগিতায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিকাশ এজেন্ট দিয়ে দেশও জাতিকে ডিজিটালিভাবে উন্নত করা, মানব জাতির ডিজিটাল সেবা নিশ্চিত করা, সেই সাথে নিজের ভাবমূর্তি রক্ষা করা। আপাতত প্রধানমন্ত্রীর চাইতে আমি একধাপ এগিয়ে আছি, যেমন একমাত্র দলীয় লোক ছাড়া প্রধানমন্ত্রীর উপর আশা ভরসা কোনটাই জাতির নাই। কিন্তু আমার উপর থেকে বিকাশ কোম্পানী সহ এজেন্ট ও ডিস্ট্রিবিউটরা এখনো আস্তা হারায় নাই।
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন