বিয়ে একটা করে মহা দুশ্চিনতার মাঝে আছি।
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ৩০ এপ্রিল, ২০১৪, ১২:৩১:৫৯ দুপুর
বিয়ে একটা করে মহা দুশ্চিনতার মাঝে আছি। বুঝতে পারছিনা বিয়ে করে ঘরে বউ আনছি না ডিজিটাল ঘড়ি আনছি। ঘন্টায় ঘন্টায় এলার্ম দেয়……
যেমন: উঠো নাস্তা রেডি।
সকাল ৯টা বাজে অফিসে যাবেনা?
দুপুরে কি খাইছো?
বাসায় আসবা কখন?
আসতে আর কতো দেরী?
রাত ১০টা বাজে এখনও বাইরে ঘটনা কি?
অ হ্যালো এখন ১১টা বাজে ভাত খাইবা কখন?
এই যে শুনছো এখন রাত ১২টা বাজে ঘুমাইবা কখন?
এরে এখন ১টা বাজে ঘুমাও নইলে শরীর খারাপ করবো।
এলার্ম শুনে শুনে যখন ষ্ট্যাটাসটি লিখছিলাম তখন এলার্মের মাত্রাটাও বেড়ে গেছিলো। এক সময় বিরক্ত হয়ে বললাম তুমি মানুষ না ঘড়ি?
এর মানে কি?
মানে এতো ঘন ঘন এলার্ম দেও ক্যা?
বুঝলাম না বিষয়টা।
বুঝবা কেমনে, খাই বা কখন? ঘুমাই বা কখন? প্রতিটা কথার সাথে সময় উল্লেখ করো, তুমি ঘড়ি নয়তো কি?
অতপর হাসি ইংরেজীতে লুল বলতে যা বুঝায়, তিনি ঝাকুনি দিয়ে হাসছেন তো হাসছেন….
হাসির শব্দটা আমার কানে ঘড়ির এলার্মের মতো বাজছে, নিজেকে একজন অসহায় এসএসসি পরীক্ষার্থীর মতো লাগছে। এসএসসি পরীক্ষার্থী থাকাকালীন সময়ে যেমন গভীর রাতে ঘড়ির এলার্ম একটি মূহুর্তের জন্য থামতে চাইতো না, এই ঘড়ির এলার্ম ও মনে হচ্ছে এতো সহজে থামবেনা।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ আপনারে এটা করেনা????
আপনার পকেট খালি থাকলে উনি কি এরকম করেন না ?
তারপর যখন রাশি রাশি টাকা এনে দেন তখন উনি নিশ্চয়ই বিস্মিত হন?
টাকা হাতে পেলে উনার কি খুব ভাল লাগে
উনি নিশ্চয়ই শপিং মলে যেতে পছন্দ করেন ?
যাইহোক... আমিও এমন একটা ডিজিট্যাল ঘড়ি চাই
মন্তব্য করতে লগইন করুন