শিরোনামহীন
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৯ এপ্রিল, ২০১৪, ০৬:১১:০৫ সন্ধ্যা
কয়েখ মাস আগে এক গভীর রাইতে কনকনে শীতে আমার বৃদ্ধ পিতা, আমার জন্মদাতা আমার প্রতি যে মমতা দেখাইলেন তা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। ভালোবাসার প্রকৃত সজ্ঞাটাকে খুঁজতে সাহায্য করছে।
তিনি উঠলেন রান্না ঘরে গেলেন দুই কাপ চা বানালেন, এক কাপ আমার জন্য আর এক কাপ নিজের জন্য। তারপর উকিঝুকি দিয়ে আমার রুমে চা নিয়ে ঢুকলেন। একটু পরে দুই পিস ব্রেড নিয়ে আসলেন। চা ব্রেড খাওয়া শেষ হওয়ার পর এক টুকরো পান আর কিছু সুপারি দিলেন। ইটস লাইক টাইম টু টাইম ডেলিভারী। অতপর দরজা টা টেনে বন্ধ করে দিয়ে গেলেন। আমি কিছুটা বিব্রত, আমাদের দেশে পিতা পুত্রের সম্পর্কে সিগারেট আদান প্রদানের সুযোগ নেই। থাকলে তিনি সম্ভবত সেইটা করতেন। একটা সিগারেট আর ম্যাচ নিয়ে এসে বলতেন নে বাবা এই বার আরাম করে টান....।
বিষয়: Contest_father
১২০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন