একটি মাত্র অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাজারটা অন্যায়ের জন্ম দিবেননা।
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৬ এপ্রিল, ২০১৪, ০৫:৪৪:২৭ সকাল
যুদ্ধাপরাধীর বিচার ব্যাবস্থা নিয়ে সমালোচনা কম হয়নি, এর বৈধতা মোটামোটি শূণ্যের কোঠায় চলে এসেছে। তারপরও বিচার তার আপন গতিতে চলছে এবং চলবেও মনে হচ্ছে। আজকে ত্রিশ লাখ মানুষ হত্যা এবং দুই লাখ মা বোনের ইজ্জতের কাফ্ফারা দিতে গিয়ে জাতি যে কয়েকজন কে ঝুলিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে কালকে এই কয়েকজন কে ঝুলিয়ে হত্যা করার অপরাধে কয়জনকে ঝুলতে হবে তা সময় ই বলে দিবে। ইতিহাস বিকৃত করে সাময়িক সুযোগ সুবিদা নেওয়া যায়, ইতিহাসের দোহাই দিয়ে ইতিহাসের অপব্যাবহার করে অন্যায় অবিচার করা যায় কিন্তু ইতিহাসের পাতা মরন ফাঁদে একবার পা আটকে গেলে নিজেকে মুক্ত করা ভীষন দ্বায়। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা ইবলিশ শয়তানের কাজ, আর বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করে সত্যের সন্ধান করা একজন প্রকৃত মানুষের কাজ। আজকাল মানুষের অভাব না থাকলেও প্রকৃত মানুষের খুবি অভাব। আপনারা যারা আল্লামা দেলোয়ার হোসনে সাঈদীর ফাঁসির রায় শুনার সাথে সাথে দেশে ভূমিকম্পনের সৃষ্টি করার চিন্তা করছেন তাদের বলছি খামোখা শক্তি অপচয় করে কি লাভ? ফায়সালা যা হবার তা তো হয়ে গেছে। আপনারা যদি মনে করেন একটা বিশেষ গোষ্টি এ রায় প্রদান করছে তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। ফায়সালা তো যা করার একমাত্র উনি করেন, তবে তিনি সরাসরি না করে কারো মাধ্যমে করে থাকেন। সুতুরাং সকল প্রাকার সংঘাত বিশৃংখলা পরিহার করে শান্তি বজায় রাখুন। তার মানে এই নয় যে আপনারা অন্যায়ের প্রতিবাদ করবনে না। অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবেন তবে মনে রাখবেন একটি মাত্র অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাজারটা অন্যায়ের জন্ম দিবেননা। রাষ্ট্রের অপরাধের জন্য রাষ্ট্রের নাগরিকদের কোন ভাবে কষ্ট দেওয়াটা ঠিক হবেনা। নিশ্চয় আল্লাহ সীমা লংঙ্গনকারীদের পছন্দ করেন না।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন