ক্ষমতার সেকাল একাল

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৫ এপ্রিল, ২০১৪, ০৫:১৬:১৭ বিকাল

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী সভাপতি জনাব ...... হক ওরফে কাঞ্চিবাবা শুধু একজন প্রভাবশালী নেতা ই ছিলেন না একজন ক্ষমতাধর মানুষও ছিলেন। সিলেট আওয়ামী পরিবারের কমিটি আসলেই তার কাঞ্চির রোষানলে অনেকেই পড়ার ভয়ে থাকতো বলেই তাকে কাঞ্চি নামে ডাকা হতো। একটা সাধারণ কাঞ্চিতে যতটুকু ধার থাকে তার চেয়ে তিগুন বেশি ধার তার কাঞ্চিতে ছিলো। ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দামী দামী জিপ চড়তেন। তিনি যখন রাস্তা দিয়ে হাটতেন তখন তার ডানে বামে ও পিছে কম হলেও শ দেড়শ মানুষ থাকতো। এমন কি তিনি যখনরাত্রে বাসায় ঘুমাতেন তখন তার বাসায় আর না হলেও ৮/১০ জন লোক রাত্রি জেগে পাহারা দিতো। গতকাল দুপুরে সেই সদ্যক্ষমতাহারা প্রভাবশালী বর্ষীয়ান আওয়ামী জাদুকর কাঞ্চিবাবাকে দেখলাম একজন সাধারণ মানুষের মতো মুখ ভুতো করে টমটমে বসে আম্বরখানার দিকে যাচ্ছেন। আফসোস যার কাঞ্চির কথা ভাবতেই এক সময় সিলেট আওয়ামী পরিবারের বুক ধড়ফড় করতো সেই তিনিই আজ কাঞ্চির রোষানলে পড়ে ক্ষত-বিক্ষত। চলন্ত টমটমে নেতারে ইয়া লাম্বা করে এক সালাম দিলাম। আর মনে মনে কইলাম ক্ষমতা হায় ক্ষমতা তুমি পারো ও।

বিষয়: রাজনীতি

১১৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213159
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ক্ষমতা থাকলে সাত তলা আর না থাকলে গাছতলা। এটাই পৃথিবীর নিয়ম। ভালো লাগলো তার সম্পর্কে তুলে ধরার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File