কলেজে ভর্তি নিয়ে ব্যাপক ভোগান্তি শিক্ষার্থীদের

লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ২৪ জুন, ২০১৪, ১১:১২:০০ সকাল

*এদেশে বিল গেটসরা তৈরি হয়না, কারণ

এখানে ৫০হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিয়ে ৪৯ হাজার মেধার

অবমূল্যায়ন করা হয়।

*এদেশে আইনস্টাইনরা তৈরি হয়না,

কারণ এখানে হাজারো শিক্ষার্থীকে নির্বাচনী সাফল্যের জন্য এ+ এর বন্যায়

ভাসিয়ে মিথ্যে কিছু স্বপ্ন দেখানো হয়।

*এদেশে স্টিফেন হকিংরা তৈরি হয় না, কারণ এখানে কোন ছেলে মেয়ের প্রাক্টিক্যাল জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়না।

*এদেশ নীল আর্মস্ট্রংরা তৈরি হয়না, কারণ এখানে শিক্ষার্থীরা টাকার

জন্য ইঞ্জিনিয়ারিং পড়ে।

*এদেশ আব্রাহাম লিংকনরা তৈরি হয়না, কারণ এখানে সমাজে একবার ব্যর্থদের

নতুন করে ভাবতে শিখায় না।

*এদেশে চার্লস ব্যাবেজদের জন্ম

হয় না, কারণ এখানে বিসিএস এর ন্যায্য ফলাফলের জন্য ছাত্রদের রাস্তায় নেমে গাড়ি ভাঙতে হয়।

* এদেশে আহমেদিনেজাদরা তৈরি হয়না,

কারণ এখানে নেতা হতে হলে ভার্সিটি ক্যাম্পাসে পিস্তল দিয়ে গুলি করতে হয়।

অদ্ভুত এই দেশের নাম বাংলাদেশ।

অনিয়মই এখানে নিয়ম।

আফসোস.....!!!

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File