লজ্জা

লিখেছেন লিখেছেন সেলাপতি ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৯:১৫ সকাল

আমার শরম লাগে

বেশি শরম লাগে

আমার চোখের পাতা নেমে যায়

ভনিতার ঘুম পায়

আমি আড়াল চাই



লজ্জা লুকানো থাকুক



দরন্ত দুর্বার মেধাপূর্ণ এক দার্শনিক দেশপ্রেমিক চারচারটি মাস আটকে ছিলেন মোড়কী সরকারের কুঠিরে । (মুজিবকে) বঙ্গবন্ধুকে যিনি বিশ্বদরবারে পরিচত করিয়েছেন যিনি লন্ডনে রেডিও স্পেক্ট্রা'র প্রতিষ্ঠাতা , যার অনুষ্ঠানে মার্গারেট থেচাররা এসে আনন্দিত হতেন । আপাদ মস্তক একজন ধর্মনিরপেক্ষ মানুষ । ভন্ডামি যাার যার কাছ থেকে কয়েক মাইল দুরে থাকে । মনে মগজে যে মানুষটি সত্যবাদি । হাজার হাজার লেখক যিনি হাজার হাজার লেখক তৈরি করেছেন । আমরা তাকে মর্যাদা দিতে পারিনি । আমাদের লজ্জা ।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377309
০৭ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : এরশাদ না হয় দাবড়ানি দিয়া দেশ ছাড়া করছিল । হাসুবু is very tough to tackle.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File