কারো কি ম্যাগাজিন সংগ্রহের শখ আছে অথবা কারো কাছে কি অপ্রয়োজনীয় ম্যাগাজিন জমা আছে ?
লিখেছেন লিখেছেন সেলাপতি ২৪ আগস্ট, ২০১৬, ১২:১৯:০৮ দুপুর
আপনাদের কারো যদি ম্যাগাজিন সংগ্রহের শখ থাকে তাহলে নিতে পারেন কোন নিবন্ধিত লাইব্রেরি হলে দিয়ে দেয়া হবে । অথবা আপনার নিকট থাকা অপ্রয়োজনীয় কোন ম্যাগাজিন থাকলে এখানে দন করতে পারেন । আ্মরা চাই বাংলাদেশ হোক দুনিয়ার প্রথম এবং সমৃদ্ধ সংগ্রাহাগার ।
যারা বিরক্ত তাদের কাছে ক্ষমা চাই ।
অনেকের অনেক রকম শখ থাকে । আমি বেবল এই শখের মানুষগুলোকে এক করতে চাই । ।
লেখাটি শেয়ার দিয়ে , মুখে বলে অথবা যে কোন ভাবে কাউকে জানিয়ে এই কাজে সাহায্য করতে পারেন ।
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন