পরিকল্পিত মিথ্যাচার, জঙ্গিবাদ ও একগুচ্ছ গল্প (হাসির খোরাক নয়, চিন্তার বিষয়)
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ১৭ এপ্রিল, ২০১৬, ০২:০৩:৫৯ দুপুর
।। এক ।।
দুই বন্ধু গল্প করছিলো। এমন সময় এক বন্ধু বলে উঠলো, জানিস? রসগোল্লা খাইতে অনেক মিষ্টি। এ কথা শুনে অপর বন্ধু বলে উঠলো, তুই কি করে জানলি? এবার প্রথম বন্ধু তার গল্প বলা শুরু করলো। একবার আমাদের গঞ্জের বাজারে এক দারোগা সাব আইছিলো। তো গঞ্জের মুরুব্বীরা তাকে বসিয়ে রসগোল্লা খাইতে দিল। তখন রসগোল্লা খেতে খেতে দারোগা সাব বলছিল, “আপনাদের এখানকার রসগোল্লা তো বেশ মিষ্টি”। ঐ তখন থেকে আমি জানি রসগোল্লা খাইতে অনেক মিষ্টি লাগে। আমগোর বিজ্ঞানী সাবও তার এদেশীয় চেতনাবাজ ওস্তাদদের কাছে সম্ভবত শুনেছেন যে, এদেশে জঙ্গি ও জঙ্গিবাদ আছে। কিন্তু এই কথা বলার পরিণতি হয়তো তাকে বলা হয় নাই। তাই অবলিলায় বুলি শেখা ময়নার মত করে শোনা বুলি মুখস্ত করে ডেলিভারি দিয়ে চলেছেন।
।। দুই ।।
রাজা ও কাকের গল্প অনেকেই শুনেছেন। একবার এক রাজা মশাইয়ের স্ত্রী দেখতে একটু শ্যামবর্ণের রাজপুত্রের জন্ম দিলেন। তো কান্নার শব্দ শুনেই এক বৃদ্ধা মহিলা ছুটে গিলেন বাচ্চাটি দেখার জন্য। এখানে বলে রাখা দরকার সদ্যভুমিষ্ট বাচ্চা দেখতে আসলে খুব একটা ভালো দেখা যায় না। কয়েকদিন পরে তার আসল চেহারা ফুটে ওঠে। কিন্তু রাণীর আতুড়ঘরে তীব্রবেগে ছুটে যাওয়া বৃদ্ধাটি খানিক পরে দ্বিগুণ বেগে বেরিয়ে এলেন। উৎসুক হয়ে ভীড় করা অন্যান্য নারীরা বুড়িকে জিজ্ঞাসা করল বাচ্চাটি দেখতে কেমন হয়েছে? বুড়ি তখন দাঁত মুখ খিঁচিয়ে বলল- আর বলিস নাহ, ছেলে হয়েছে কিন্তু দেখতে কালো হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষামান অপেক্ষাকৃত কম বয়সী নারীরা বুড়ির এই কথা শুনেই রাজপুত্রের মুখ দেখার আগ্রহ হারিয়ে যে যার বাড়ির পথ ধরলো। এরপর একজন বলল রাজার একটা কালো ছেলে হয়েছে। আরেকজন বলল রাজার একটি কুচকুচে কালো একটি পুত্র হয়েছে। এই কথা পাশের গিয়ে আরও বিশেষণ যুক্ত হলো। ওখানকার কেউ কেউ বলতে লাগলো রাজার কাকের মত কালো একটি পুত্র হয়েছে। পাশের রাজ্যে গিয়ে ছড়িয়ে পড়লো ওমুক রাজ্যে রাজার বউ একটা কাক প্রসব করেছে। এই কথা পাশের রাজ্যে গিয়ে আরো ভয়ানক রূপ লাভ করলো। কারণ সেখানে গিয়ে কোন একজন পচার করেছে - ওমুক রাজ্যের রাজার বউয়ের পেট থেকে শুধু কাকের বাচ্চা বেরোচ্ছে আর বেরোচ্ছে.....
ভারত থেকে জনৈক ব্লগার কয়েকদিন আগে ইংরেজীতে একটা ব্লগ লিখেছিল। আর তাতে সে দাবী করে বাংলাদেশে ইতোমধ্যেই আইএস ঘাঁটি গেড়েছে। সেখানে একটি কল্পিত ছবিও প্রকাশ করেছে। আর সে কথা শুনেই এদেশের তথ্যসন্ত্রাসী বলে খ্যাত ইনু বলে উঠলো “এদেশে ৮ হাজার লাদেনের প্রশিক্ষিত জঙ্গি রয়েছে।” এ কথার রেশ কাটতে না কাটতেই জয়স্টিক বলে উঠলো ১৯৭১ সালে তার জন্ম হওয়ার পর থেকেই নাকি তিনি জানেন জামায়াত সন্ত্রাসী সংগঠন। আর সেজন্যই নাকি জামায়াত এখন আইএস হয়ে গেছে।
বাহ! জামায়াতের লক্ষ লক্ষ ম্যানপাওয়ার যদি জঙ্গি কিংবা আইএস হয়ে যায়, তখন দেশের চেহারাটা কি হবে ভেবে দেখেছেন? যদি ধরেও নিই যে, জামায়াত আইএস হয়ে গেছে, তাহলে আমেরিকায় বসে বসে এইকথা দেশের একজন উচ্চমাত্রার বেতনভূক্ত উপদেষ্টা যদি জোরেশোরে প্রচার করে, আর এর রেশ ধরে যদি সাদা চামড়াওয়ালারা সুযোগ নেয়। এবং ড্রোন পাঠিয়ে দেয় কথিত আইএসের উপর বোমা বর্ষণের জন্য, তখন কি সেই বোমার আঘাতে শুধুই জামায়াতের লোকেরা মরবে?
।। তিন ।।
দেশের বাইরে থেকে দেশ ও দেশের জনগণ নিয়ে অনেক খেলা এরই মধ্যে খেলেছেন। এবার থামেন। নইলে দেশের জনগণ নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্ষেপে যেতে পারে। তখন কিন্তু আইএস টাইএস লাগবে না। এদেশের জনগণ গণধোলাই দিতে বেশ পটু। ইনু ব্রিটেনে গিয়া সেটা টের পাইছে। অপরিকল্পিত মিথ্যাচার যেমন অপরিকল্পিতভাবে সমাধান লাভ করে, ঠিক একইভাবে পরিকল্পিত মিথ্যাচার পরিকল্পিতভাবেই সমাধান লাভ করে। সুতরাং সময় থাকতে সাধু সাবধান।
বিষয়: রাজনীতি
১৯৩৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
জয়স্টিক নতুন টার্ম মনে হচ্ছে! এর মানে কি ভাই?
না তখন ইনডিসক্রিমিনেইট হামলা করবেনা, কেবলি জামাতকে মারবে! যতসব উল্লুকের দল।
ওমা!! তথাকথিত সরকারের বেলায়ও দেখছি তাই..??
শুধু জামায়াত মারার পরিকল্পনা তা কে বলল আপনাকে? ৭৫-এ তার নানাসহ তার নানার পরিবারের সবাই যখন খুন হয় তখন কি শুধু জামায়াতের লোকেরা খুশী হয়ে রাস্তায় আনন্দে নেচেছিল। তখনতো দেশের প্রায় সকল মানুষই স্বস্তির নিঃশ্বাষ ফেলেছিল এবং শুকরিয়া করেছিল। তাহলে সাদা চামড়াওয়ালাদের দ্বারা শায়েস্তা করার চাইতে উত্তম প্রতিশোধ আর কি হতে পারে পুরা জাতির উপর?
কবে বুঝবে এই জাতি যে, হাসিনার এই দেশে হারানোর মতো কি অবশিষ্ট রয়েছে? দেশ যদি পুরাটা বঙ্গপসাগরে ডুবেও যায় হাসিনার কোন্ ক্ষতিটা হবে? তার যা কিছু রয়েছে সবাইতো দেশের বাইরে? তাহলে???
মন্তব্য করতে লগইন করুন