ফেলানী..তুমি দেখে গেলেনা.!

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:০১:৪৬ সকাল



ফেলানী তোমাকেই বলছি,

সীমান্তের কাঁটাতার থেকে যেন এখনো তোমার রক্তের দাগ শুকিয়ে যায়নি। এখনো তোমার পিতার চোখে পানি। মায়ের গগনবিদারী চিৎকারে মুহ্যমান গোটা দেশ। প্রতিদিনই সীমান্তে পড়ে থাকে তোমারই মত কোনো না কোনো হতভাগ্যের গুলিবিদ্ধ লাশ। প্রতিদিনই তোমার মায়ের মতই আহাজারি করে ওসব লাশের স্বজনেরা।

গঙ্গায় ওরা নাকি ১-২টা নয়। এদেশকে শতভাগ মরুভূমি বানাতে আরও ১৮ টি বাঁধ নির্মান করবে। সীমান্ত পথে অস্ত্র আর মাদকের চোরাচালানে বখে যাচ্ছে তোমার ভাইয়েরা। হেরোইন, ফেনসিডিল, গঞ্জিকা কিংবা ইয়াবা ওসব ওরা সুলভ মূল্যে দিচ্ছে আমাদের। ওরা ভালো করেই জানে, বাঙ্গালী বীরের জাত। একদিন ওরা তোমার রক্তের বদলা নেবেই। আর তাই ওরা এদেশের যুব সমাজের চারিত্রিক ও নৈতিক শক্তিকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। তাইতো ওদের এতো আয়োজন। সাংস্কৃতিক আগ্রাসনের চিত্র তো আরও ভয়াবহ। আজ তোমার দেশের অনেক দম্পতির সুখের সংসার ভেঙ্গে যাচ্ছে স্টার জলসা আর জি-বাংলা দেখে। আরও কত কি ঘটছে তা লজ্জাশীল মানুষের পক্ষে মুখে উচ্চারণ করা সম্ভব নয়। তাছাড়া ওরা বন্ধু রাষ্ট্রও বটে।



তোমার রক্তে সিক্ত সেই বাংলাদেশের বিজয় দিবসের আলোচনায় কথিত সেই বন্ধু রাষ্ট্রটির পতাকা সদৃশ শাড়ী গায়ে দিয়ে তোমার সে লজ্জা ঢাকতে চেয়েছে তোমারই দেশের প্রধানমন্ত্রী। দিয়েছে অশালীন ভাষায় বক্তৃতা। যে ভাষাগুলো একজন প্রধানমন্ত্রী তো দূরের কথা, অন্য যে কোনো সভ্যদেশে প্রধানমন্ত্রীর সর্বনিম্ন পর্যায়ের পিয়নও যদি উচ্চারণ করত, তাহলে নির্ঘাত সে তার চাকরি হারাতো। এতকিছু তোমার দেশের নিরীহ বাকহীন জনগণ নিরবে নিভৃতে সহ্য করছে। তোমার সৌভাগ্য তুমি ভীনদেশী সীমান্তরক্ষীর গুলিতে প্রাণ দিয়েছ। কিন্তু তুমি জানলে না, তোমারই দেশের সীমান্তরক্ষীর গুলিতে ৫ মে’র এক রাতেই কত মানুষ জীবন দিল? কত মানুষ কে দিনে দুপুরে পাখির মত গুলি করে মারল তোমারই দেশের পুলিশ?

ফেলানী..তুমি দেখে গেলেনা.!

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File