টিটু, আমাদের ক্ষমা করো বন্ধু...!

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ০২ ডিসেম্বর, ২০১৪, ০৯:০২:১৯ সকাল



শুধু তুমিই নয়। তোমার মতো এমন ভাগ্য বরণ করে ওপারে চলে যেতে হয়েছে এদেশের অারো অনেক সম্ভাবনাময়ী সূর্য সন্তানকে। কারণ আমাদের দেশে লাল-নীল বাতি চিনলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। আর তাই মা্ত্র কয়েকদিন আগে জীবন দিতে হয়েছে এদেশের অন্যতম বিজ্ঞানী, বাতাস চালিত ইঞ্জিনের আবিষ্কারক হাফেজ নুরুজ্জামানকে। তোমার একদিন আগেই একইভাবে পিষ্ট হয়ে জীবন দিলেন এদেশের সাংবাদিক সমাজের আইকন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী। জীবন দিতে হয়েছে তারেক মাসুদ আর মিশুক মুনীরদের মত মানুষদের। যে দেশে তুমি জন্মেছ সেখানে আইন তৈরী করা হয় সাধারণ জনগণকে হয়রানি করার জন্য। আদালত তৈরী করা হয় অপরাধীদের নিরপরাধ বলে সার্টিফিকেট দেয়ার জন্য। মানবাধিকার বলতে যেখানে শুধুমাত্র সংখ্যালঘু, উপজাতি আর হিজড়াদের অধিকার বুঝায়। সেখানে তোমার আমার মত সাধারন শিক্ষার্থীর পক্ষে কে-ই বা কথা বলবে। কে-ই বা পাশে দাঁড়িয়ে বলবে ...“ওরা মানুষ, ওদের সাথে এভাবে নির্মম আচরণ করবেন না। ওদের মেরে ফেলবেন না। ওরাও আপনার ছোট্ট আদরের ভাইয়ের মতই।”

এতদিন পরে হলেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিক ভাইদের সাধারণ ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে সোচ্চার কন্ঠে কথা বলতে দেখে ভালোই লাগলো। আশা করি তারা এভাবেই শিক্ষার্থীদের পাশেই থাকবেন। অন্তত মিডিয়ায় নেতাদের বন্দনা না করে অবহেলিত এই ক্যম্পাসের ১৪ হাজার শিক্ষার্থীর অসহায় মুখের দিকে তাকিয়ে সাহসী ভূমিকা পালন করবেন এটাই প্রত্যাশা করি।

সবশেষে বলব হে বিদায়ী বন্ধু,

আমরা তোমার ঘাতকদের কোনোদিন বিচারের মুখোমুখি করতে পারব কি-না জানি না।

তবে এতটুকুই আমার মত কমজোর বন্ধুর পক্ষ থেকে তোমাকে বলার আছে------------------------------“আমাদের ক্ষমা করো বন্ধু”

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290474
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
290516
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পড়ে কষ্ট পেলাম। আমরা তার খুনীদের বিচার চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File