মেইড ইন বাংলাদেশ

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ০৪ মে, ২০১৪, ১০:৫৯:৫৬ রাত

মেইড ইন বাংলাদেশ বলে পশ্চিমা দেশে নাকি কোন কিছুকে হেয় করা হয়। আমাদের দেশে যেমনি ভাবে মেইড ইন জিঞ্জিরা বলে থাকি। বাংলাদেশে যে কোন ভাল কিছু তৈরী হতে পারে না সে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমাদের দেশেও আমরা অনেক ভাল কিছু তৈরী করতে পারি। এবং ভাল ভাবেই তৈরী করতে পারি। কিন্তু সমস্যা হল ভাল কিছু ভাল ভাবে মানসম্মত করে তৈরী করার মানসিকতা জাতিগত ভাবে আমাদের নেই। বলাকা ব্লেডের নাম হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু এর নাম শোনার সাথে সাথেই সবাই যে গণহারে বিরক্তি প্রকাশ করবেন তাতে আমার কোন সন্দেহ নেই। কনস্ট্রাকশনে বাংলাদেশ খুবই সিদ্ধহস্ত এ কথা বলব না। তবে যে খুবই কাঁচা হাত তাও বলা যাবে না। অর্থাৎ আমাদেরও ভালভাবে কোন কিছু নির্মান করার যোগ্যতা আছে। তবে কেন বারবার ভবন ধ্বসের ঘটনা ঘটছে তা আমার বোধগম্য নয়। নির্মাতারা তাহলে কাদের দিয়ে এই গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করাচ্ছে? কেন করাচ্ছে? এই স্থাপনাগুলো কি এক দুই দিনের জন্য তৈরী করা হচ্ছে? তাড়াহুড়ো করে এসব নির্মাণ করার অর্থ কি? দলীয় প্রভাব খাটিয়ে এসব আমড়া কাঠের ঢেঁকি কেন তৈরী করা হচ্ছে? এসবের উত্তর কি কারো জানা আছে?

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217529
০৪ মে ২০১৪ রাত ১১:৪২
ফেরারী মন লিখেছেন : বুঝেছি দেশটাকে আমাদেরই গড়তে হবে।
222199
১৬ মে ২০১৪ সকাল ০৬:০৯
স্বপ্নচারী মাঝি লিখেছেন : একদম ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File