শ্রমিক নেতার চরিত্র ....

লিখেছেন লিখেছেন আদু ভাই ০১ মে, ২০১৪, ০২:২১:৩৩ দুপুর

আসলাম তালুকদার (ছদ্ম নাম)!!

শ্রমিক উন্নয়ন ফেডারেশনের সভাপতি....!!

শ্রমিকদের নানা উন্নয়নে নিজেকে সব সময় সঁপে দেন...!!

আজ পহেলা মে, শ্রমিক দিবস উপলক্ষে তাঁর হাতে অনেক প্রোগ্রাম আছে !!

উফ্ চরম ব্যস্ত একটা দিন..!!

কিন্তু সকাল সকাল মেজাজটা গরম করে দিলো বাসার কাজের বুয়া,, চা আনতে দেরি করায় ঠাস করে গালে কষে একটা চড় বসিয়ে দেন!!

বুয়ার সাথে যখন এই কান্ড,, ফের মেজাজটা গরম করে দেয়, গাডির ড্রাইভার !! গাড়ির নাকি চাকা পাঞ্ছার হয়ে আছে!! শালা ড্রাইভার বলে ও নাকি জানেনা ...?? কখন এই কান্ড হয়েছে,, কষে গালে একটা চড় বসিয়ে দেয়...!!!হাতের ৫টা আঙ্গুলের অস্তিত্ব স্পষ্ট বুঝা যায়!! নিজের কাছে কেমন শৈল্পিক মনে হয়!!

তারপরে বাইরে এসে একটা রিক্সা ডেকে উঠে বসে,,, প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে কিন্তু ছোটলোকের বাচ্চা,, কত্ত আস্তে টানতেছে, মনে হয় কিচ্ছু খায়নি,, পা দিয়ে পাচ্ছায় একটা লাত্থি দিয়ে ,,

- ওই শালা,,

এতো আস্তে কেন চালাস...??

সকালে কিছু খাস নাই....??

রিক্সাওয়ালা ব্যাথায় একটু কঁকিয়ে উঠে গাড়ির গতি বাড়ায়!! কষ্ট হচ্ছে বুঝাই যাচ্ছে!! এক সময় গন্তব্যে পৌঁছে যায় ...

- এই ধর ভাড়া!

- ১৫ ট্যাকা কেন ...?

এইহানের ভাড়াতো ২০ ট্যাকা.....

আরো ৫ ট্যাকা দেন!!

- উহ্...

আরো ৫ ট্যাকা চায়.?

দে ওই ১৫ ট্যাকা-ও দে ...!!

আমার সাথে রংবাজি...??

এই বলে বাকী ১৫ ট্যাকা-ও হাত থেকে কেড়ে নিয়ে চলে যায়...!! রিক্সাওয়ালা করার কিছুই থাকেনা ...,!! কারণ উনি শ্রমিক নেতা..!!

এরপর...

প্রোগ্রামে ঢুকে শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন আসলাম তালুকদার ..!!

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216005
০১ মে ২০১৪ দুপুর ০২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Winking Rolling on the Floor
এই বড়লোক শ্রমিক নেতারাই শ্রমিকের শোষন কারি।
১৫ মে ২০১৪ রাত ০১:২৫
169086
আদু ভাই লিখেছেন : Talk to the hand ঠিক বলেছেন সবুজ ভাই
216036
০১ মে ২০১৪ বিকাল ০৪:১০
অনেক পথ বাকি লিখেছেন : আপনি ঠিক বলেছেন,রিদওয়ান কবির সবুজ ভাই ।আপনার সাথে আমিও একমত । ধন্যবাদ ।
১৫ মে ২০১৪ রাত ০১:২৮
169087
আদু ভাই লিখেছেন : Happy>- ধন্যবাদ
216051
০১ মে ২০১৪ বিকাল ০৪:৩১
আঁধার কালো লিখেছেন : ঠিক বোলেছেন । ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
১৫ মে ২০১৪ রাত ০১:৪৩
169089
আদু ভাই লিখেছেন : Happy ধন্যবাদ
216111
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
ফেরারী মন লিখেছেন : একদম বাস্তবতা ফুটে উঠেছে। আসলে এভােই চলছে আমাদের সমাজ আমাদের সভ্যতা। আর কত শ্রমিক তাদের অধিকার হারাবে?
১৫ মে ২০১৪ রাত ০১:৪৫
169090
আদু ভাই লিখেছেন : Talk to the hand দোয়া করবেন, আরো ভালো কিছু যেন উপহার দিতে পারি Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File