"১ মে শ্রমিক দিবস নয় শ্রমিকের সাথে তামাশা দিবস"

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০১ মে, ২০১৪, ০১:১৭:১৮ দুপুর

"১৪০০বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের অধিকার তাহলে"

"আজ ১মে শ্রমিক দিবস"

"দরকার কি এই তামাশার??

"আচ্ছা রানা প্লাজার মৃতদের স্বজনরা তাদের আর্থিক অনুদান টা পেয়েছে কি??

"যারা পঙ্গুত্য বরণ করেছে বরণ করেছে তারা পেয়েছে কি?? তাদের ন্যায্য চিকিৎসা ও ক্ষতিপুরণ???

"তাজরীন গার্মেন্টেসের শ্রমিকরা কি তাদের ন্যায্য ক্ষতিপুরণ পেয়েছে???

"সুরঞ্জিতের এপিএসের ড্রাইভার আজিমের কি অবস্থা তার ফ্যামিলি তাকে পেয়েছে??

"এরকম শত শত ঘটনা আছে বর্তমানে শ্রমিকরা শুধু শোষিত"

"মানবতার মুক্তির দুত রাসুল সাঃ বলেছেন"

"শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করো"

"অবশেষে বলতে চাই বন্ধ করুন এই ১মের তামাশা"

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215983
০১ মে ২০১৪ দুপুর ০২:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কিসের শ্রমিক দিবস, সবই তামাশা!
216006
০১ মে ২০১৪ দুপুর ০২:৫০
হতভাগা লিখেছেন : শ্রমিকের জন্য তো আস্ত একটা দিবসই দিয়ে দেওয়া হয়েছে বছরে ! আর কি !
216038
০১ মে ২০১৪ বিকাল ০৪:১৩
অনেক পথ বাকি লিখেছেন : শ্রমিক দিবস হল নামের দিবস কাজের নয় ।
216055
০১ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
আঁধার কালো লিখেছেন : একদম ঠিক, ভালো লাগলো । ধন্যবাদ ।
216113
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
ফেরারী মন লিখেছেন : এই শ্রমিকরা না থাকলে মালিকরা আরাম আয়েশে দিনাতিপাত করবে কিভাবে?
221789
১৫ মে ২০১৪ দুপুর ০১:১৮
নূর আল আমিন লিখেছেন : thank.s all

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File